তাহসান চলচ্চিত্রে ইচ্ছুক তবে ...

গানে রয়েছে আলাদা ভঙ্গি, অভিনয়েও তিনি পারদর্শী, বেশির ভাগ নাটকে নায়ক হিসেবেই দেখা যায় তাঁকে, কাজেই তিনি একাধারে নায়ক ও গায়ক, বলছি জনপ্রিয় তারকা তাহসানের কথা।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গান গাওয়ার পাশাপাশি টিভি নাটকে অভিনয় করছেন তিনি। নতুন খবর হলো সম্প্রতি তাহসান ‘কাপল’ নাটকে ‘এত মায়া’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিজেই। নিজের সৃষ্টিশীল কাজ নিয়ে তিনি কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : ‘এত মায়া’ গানটি করতে কেমন লাগল?
উত্তর : নাটকের গানে কণ্ঠ দেওয়ার আলাদা মজা আছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ। ভালোই হয়েছে।
প্রশ্ন : কনসার্টে গান ইদানীং বেশি করছেন কি?
উত্তর : অনেক দিন পর আমার নতুন অ্যালবাম ‘উদ্দেশ্য নেই’ বের হয়েছে। ইচ্ছে আছে এই বছর নতুন গানগুলো নিয়েই কনসার্ট করব। এখনো মাঝে মাঝে কনসার্ট করছি।
প্রশ্ন : ‘উদ্দেশ্য নেই’ অ্যালবামের মিউজিক ভিডিও করার ইচ্ছে আছে কি?
উত্তর : ইচ্ছে তো আছেই। কিন্তু জানি না কবে করব। কারণ মিউজিক ভিডিও করতে অনেক বিনিয়োগ করতে হয়। এই বিনিয়োগ প্রায়ই উঠিয়ে আনা সম্ভব হয় না।
প্রশ্ন : নতুন অ্যালবাম করার পরিকল্পনা আছে কি?
উত্তর : আপাতত নেই। এ বছর আর অ্যালবাম বের করব না।
প্রশ্ন : চলচ্চিত্রে অভিনয় করবেন না?
উত্তর : আমার যে বয়স! আমি মনে করি চলচ্চিত্র করার সময় পার করে এসেছি। কারণ আমাকে দিয়ে অভিনয় হলেও নাচ কখনো সম্ভব না। তবে ইচ্ছে আছে আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই কোনো চরিত্র পেলে একটি চলচ্চিত্রে অভিনয় করব।
প্রশ্ন : বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে কেমন লাগছে?
উত্তর : আমার পেশা শিক্ষকতা। ভালোই লাগছে। গান এবং শিক্ষকতা দুটোই ঠিক রেখে তারপর আমি অভিনয়ে সময়ে দিই।
প্রশ্ন : দশ বছর পর সংগীত নিয়ে আপনার স্বপ্ন কী?
উত্তর : আমি অনেক আশাবাদী মানুষ। এখনো বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত সব জায়গাতেই সবাই সংগ্রাম করে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এভাবেই হয়তো চলতে থাকবে।