খরার সমস্যায় এগিয়ে এলেন অক্ষয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/19/photo-1461065500.jpg)
ভারতের মহারাষ্ট্রে পানির তীব্র সংকট। ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থেকে মিডিয়ার অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে এই সমস্যা। খরার সমস্যা সমাধানে ফেসবুক, টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলোতে চলছে দেদার আলাপ। বলিউড তারকা অক্ষয় কুমার এদিকে কেবল নজরই দেননি, এগিয়ে এসেছেন নিজদায়িত্বে। ফিল্মফেয়ারের খবরে জানা গেল, এই সমস্যা সমাধানে ৫০ লাখ রুপি দান করেছেন অক্ষয় কুমার।
এ বিষয়ে অক্ষয়ের তরফ থেকে কোনো ঘোষণা আসেনি। অক্ষয়ের মতো আরো কয়েকজন তারকা আর্থিক সহায়তা করলেও সেটা মিডিয়ার সামনে প্রকাশ করেননি। অনেক তারকাই মহারাষ্ট্রেরর খরার সমস্যা সমাধানে এগিয়ে আসার চেষ্টা করে চলেছেন।
মহারাষ্ট্রের সরকারি সংস্থা ‘জলযুক্ত শিবর অভিযান’-এর তহবিলে এই বিপুল অর্থ সহায়তা করেছেন অক্ষয় কুমার। এই সংস্থাটি পানির উৎস তৈরিতে বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করে থাকে। মহারাষ্ট্রের গ্রামগুলোকে খরার কবল থেকে মুক্ত করাই এই সংস্থার লক্ষ্য।
অক্ষয় নিজে এই সহায়তার কথা প্রকাশ না করলেও অবশ্য বিষয়টি গোপন রাখা সম্ভব হয়নি। রাখবেনই বা কী করে, মহারাষ্ট্রের স্বয়ং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনাবিস পর্যন্ত অক্ষয়কে ধন্যবাদ জানিয়েছেন এই অর্থ সহায়তার জন্য!