কেমন চলছে ‘জিরো ডিগ্রী’ ও ‘বিগ ব্রাদার’?

এমনিতেই ভালো ছবির অভাব, সিনেমা হলের পরিবেশ ভালো না। এর সাথে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা। সিনেমা হল এমনিতেই বন্ধ হওয়ার জোগাড়। এরই মধ্যে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। রাস্তাঘাটে প্রচণ্ড যানজট। এমন অবস্থায় আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি চলচ্চিত্র-‘জিরো ডিগ্রী’ ও ‘বিগ ব্রাদার’।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন ছবি চালানো অনেক হল মালিকের পক্ষেই হয়ে পড়ছে কষ্টসাধ্য। কারণ এতে নতুন ছবি কিনে আনার খরচই ওঠানো যায় না বলে জানিয়েছেন হলমালিকরা। তারপরও যাঁরা নতুন ছবি চালাচ্ছেন, তাঁদের অবস্থাও বেশি ভালো না। রাজধানীর কয়েকটি সিনেমা হল ঘুরে এমন প্রতিক্রিয়াই পাওয়া যায় সংশ্লিষ্টদের কাছ থেকে।
ঢাকার সিনেমাপাড়া কাকরাইল এলাকার ‘রাজমণি’ সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ অহিদ বলেন, “চলতি সপ্তাহে দুটি ছবি মুক্তি পেয়েছে-অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রী’ আর সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘বিগ ব্রাদার’। দুটি ছবিই ভালো কিন্তু আমরা নতুন ছবি চালানোর সাহস পাইনি।” অহিদ বলেন, তাঁরা গত ঈদে মুক্তি পাওয়া শাকিব-অপু অভিনীত ‘সেরা নায়ক’ ছবিটিই চালাচ্ছেন। এর কারণ জানতে চাইলে অহিদ বলেন, ‘দেশের যা অবস্থা তাতে নতুন ছবি চালানো সম্ভব নয়। আমাদের প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ আছে। তার সাথে নতুন ছবির টাকার জোগান দেওয়ার অবস্থা আমাদের নেই। মানুষ ঘর থেকে বেরুতে ভয় পায়, হলে আসবে কীভাবে? এভাবে চলতে থাকলে আর বেশিদিন হল চালানো সম্ভব না।’
পূর্ণিমা হলের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ ঝন্টু বলেন, “আমরা চালাচ্ছি ‘জিরো ডিগ্রি’। ছবিটি ভালো করেছে কিন্তু পূর্ণিমা হলে এটা ভালো চলছে না। কারণ এটা বলাকা বা স্টার সিনেপ্লেক্সে চলার মতো ছবি। আমাদের এখানে মধ্যবিত্ত শ্রেণির দর্শক আসে, তারা এই ছবি বুঝবে না। কিছু দর্শক এসে ফেরত গেছে।’
আজ আরো একটি ছবি মুক্তি পেয়েছে, ‘বিগ ব্রাদার’। মাহিয়া মাহীর কারণে এই ছবিটা কিছু ব্যবসা করবে বলে মনে করছে সিনেমা হল কর্তৃপক্ষ।
ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটের আনন্দ সিনেমা হলেও দেখা গেল একই চিত্র। দর্শক নেই বললেই চলে। হল ম্যানেজার শামসুল আলম বলেন, ‘আনন্দ হলের আশপাশে অনেক স্কুল, কলেজ এবং গার্মেন্টস আছে যে কারণে আমাদের এখানে রেগুলার কিছু দর্শক এলেও দেশের এই অবস্থায় সাধারণ দর্শক আসছে না। কোনোভাবে কর্মচারীদের খরচ হয় তো জোগাড় করতে পারছি। কিন্তু এভাবে হল বাঁচিয়ে রাখা সম্ভব না।’
এদিকে, ‘বিগ ব্রাদার’ ছবির পরিচালক সাফি উদ্দিন সাফি এনটিভিকে বলেন, ‘অনেক আগে থেকেই আমাদের ছবি মুক্তির তারিখ ঠিক করা ছিল। হল বুকিংসহ অন্যান্য কাজও অনেক আগেই শেষ হয়েছে। দেশের এই অবস্থায় দর্শক হলে এসে ছবি দেখতে ভয় পাচ্ছে জানার পরও আমরা মুক্তির তারিখ বদলাতে পারিনি।’
তবে ছবির নায়িকা মাহীকে নিয়ে পরিচালক আশাবাদী। তিনি বলেন, “মাহিয়া মাহীর আলাদা দর্শক আছে আমাদের দেশে। আমি কেমন ছবি বানাই সেটাও দর্শক জানে। হয়তো এই কারণে ‘বিগ ব্রাদার’ ছবিটি মোটামুটি ভালো করবে।”
প্রথম প্রযোজিত ছবি ‘জিরো ডিগ্রী’ নিয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘ছবিটি দর্শকদের ভালো লাগবে কি না এ নিয়ে আমার কোনো চিন্তা নেই। কারণ আমার বিশ্বাস ছবিটি সবাই ভালোভাবে গ্রহণ করবে। কিন্তু আমার চিন্তা একটাই, এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা যেভাবে চলছে, তাতে দর্শক কীভাবে হলে আসবে? অন্য সবার মতো আমার নিজেকেও দুর্ভাগা মনে হচ্ছে।’