তিন তারকার মা বন্দনা

‘মা’ দিবসে তারকারা রাত থেকে মাকে নিয়ে স্ট্যাটাস লিখছেন। স্ট্যাটাসের মাধ্যমে জানাচ্ছেন তাঁদের অনুভূতি। আবার মায়ের ছবিও আপলোড করেছেন। যেখানে যান মাকে সঙ্গে রাখেন তাঁরা। এ সময়ের জনপ্রিয় তিন তারকা মডেল সুজানা, অভিনেত্রী মিম ও সংগীতশিল্পী পড়শি মাকে যেমন ভালোবাসেন তেমনি অবসরে মাকে রান্না করে খাওয়াতেও ভালোবাসেন। রান্নার অনেক প্রশংসাও পান তাঁরা। জনপ্রিয় এই তিন তারকা এনটিভি অনলাইনকে জানিয়েছেন মাকে রেঁধে কী খাওয়াতে পছন্দ করেন।
মায়ের সঙ্গে সবকিছু শেয়ার করি : সুজানা জাফর
আমি মাকে সবসময রেঁধে খাওয়াই। বেশি রান্না করি বিরিয়ানি, পায়েস ও গরুর মাংস। মায়ের রান্না আমি যেমন পছন্দ করি মাও আমার রান্না অনেক পছন্দ করেন।
আমি আর মা আমি একসঙ্গে থাকি। আমাদের মাঝে দারুণ বন্ধুত্ব। একটু সময় পেলে কোনো পরিকল্পনা ছাড়া আমরা দেশ ও দেশের বাইরে ঘুরতে যাই। মায়ের সঙ্গে ঘুরে অনেক আনন্দ পাই আমি। আমার জীবনের সবকিছু শেয়ার করি মায়ের সঙ্গে। মাকে কিছু না বলা পর্যন্ত আমি শান্তি পাই না।
মাকে নুডলস রান্না করে খাওয়াই : বিদ্যা সিনহা মিম
মা তো আমার জীবনের সবকিছু। আমার সব কিছু গুছিয়ে রাখেন মা।
আমি শুটিং যত ঘণ্টা করি না কেন মা আমার সঙ্গে থাকেন।
কখনো দেখিনি মা আমার ওপর বিরক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ক্লাসে যখন যাই তখন মা আমার সঙ্গে যান। একটু অবসর পেলে মাকে নিয়ে আমি ঘুরতে বের হই।
মাকে যেমন সন্মান করি তেমনি ভয়ও পাই। কারণ আমার মাকে ফাঁকি দিয়ে কিছু করা অসম্ভব। তাই সব সময় আমি মায়ের লক্ষ্মী মেয়ে। আমি কিন্তু রান্না একদম করতে পারি না। শুধু নুডলস রান্না করতে পারি। অবসরে মাকে ও বাসার সবাইকে নুডলস রান্না করে খাওয়াই।
মায়ের কাজে সাহায্য করি : পড়শি
আমি বাসায় থাকতে বেশি পছন্দ করি। প্রয়োজন ছাড়া বাইরে ঘুরতে একদম ভালো লাগে না। মায়ের সঙ্গে বাসায় সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। আমি ছোটবেলা থেকে মায়ের কাজে সাহায্য করি। মায়ের যখন যেটা প্রয়োজন তখন সেটা করে দেই। মা আমাকে অনেক ভালো বোঝেন। আমি প্রায় প্রতিদিন মাকে কফি অথবা চা বানিয়ে দেই। আমি একা খেতে পারি না। যখন যা খাই মাকে সঙ্গে নিয়ে খাই। মাকে অনেক ভালোবাসি আমি। নানু আর মা আমার প্রিয় বন্ধু।