এবার শানু ও স্বাগতার শুভেচ্ছা

পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এনটিভির নতুন সংযোজন অনলাইন পত্রিকা-এনটিভি বিডি ডট কম। তারকারা এনটিভির নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আর করেছেন প্রশংসাও।
তাঁদের প্রত্যাশা এনটিভির মতো এনটিভি অনলাইনও এগিয়ে যাবে সামনের দিকে এবং নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করবে। ধারাবাহিক শুভেচ্ছাবৃষ্টির আজকে দেওয়া হলো এই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা শানু ও স্বাগতার দুই পশলা শুভেচ্ছা।
শানু
অভিনেত্রী
এনটিভি অনেক ভালো একটি চ্যানেল। এনটিভিতে আমাদের কাজ প্রচার হলে আমরা অনেক সম্মানিত বোধ করি। কারণ এই চ্যানেলটি অনেক রুচিশীল। এনটিভির নতুন একটি সংযোজন এনটিভি বিডি ডট কম। আমি আশা করছি অনলাইনেও অনেক ভালো খবর আর খবরের আপডেট আমরা পাব। অনেক অনেক শুভকামনা।
স্বাগতা
অভিনেত্রী
এনটিভি আমার অনেক প্রিয় একটি চ্যানেল। বর্তমান সময়ে বিভিন্ন কাজের চাপে আমরা অনেকেই টেলিভিশন দেখার সময় খুব কম পাই। যুগের সঙ্গে তাল মিলিয়ে এনটিভি বিডি ডট কম এসেছে, যা সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা অফিসে, বাইরে অথবা গাড়িতে বসেই অনেক তথ্য জানতে পারব। আমার কাজের শুরু হয়েছিল এনটিভি থেকেই। আমি মনে করি এনটিভির পরিধি যত বাড়বে আমার কাজের পরিধিও তত বৃদ্ধি পাবে।