বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে বিরক্ত মিম

সাজানো গোছানো কিছু চেয়ার টেবিল, ওপরে রঙিন ছাতা। বিভিন্ন টেবিলে কয়েকজন তরুণ-তরুণী চুটিয়ে আড্ডা দিচ্ছে। এরই মধ্যে এক তরুণী জুস খেয়ে হাতব্যাগটি টেবিলে ফেলেই চলে যাচ্ছিল। হঠাৎ করেই মাথায় কাউবয় টুপি পরা একটি ছেলে মেয়েটিকে পেছন থেকে ডাকল। তারপর মুচকি হেসে ব্যাগটি মেয়েটির দিকে এগিয়ে দিল। এমনই গল্প নিয়ে গতকাল শুক্রবার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং হচ্ছিল এফডিসির ঝরনা স্পটের কাছে।
নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘একটি জুসের বিজ্ঞাপন এটি। কিশোরদের লক্ষ্য করেই বানানো হচ্ছে এটি। তবে এই বিজ্ঞাপনের মাধ্যমে তরুণরাও আকৃষ্ট হবে। এতে মডেল হিসেবে রয়েছেন লাক্স-চ্যানেল আই সুপার স্টার নাদিয়া আফরিন মিম। বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে।’
এদিকে বিজ্ঞাপনচিত্রটি নিয়ে একটু বিরক্তিই প্রকাশ করেন লাক্স-চ্যানেল আই সুপার স্টার নাদিয়া আফরিন মিম। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘এই টিমের সাথে এটা আমার প্রথম কাজ। এমনিতেই প্রচণ্ড গরম। তার ওপর বিকেল ৪টা বাজে, এখনো কিছু খাইনি। শুটিং করতে খুবই বিরক্ত লাগছে। তা ছাড়া পরিবেশটাও আমার খুব ভালো লাগছে না। তবে কাজ যখন শুরু করেছি, শেষ করব। এরপর বুঝেশুনে কাজ করব।’
মিম বিরক্ত হলেও একদিনের মধ্যেই শুটিং শেষ করেন নির্মাতা রাজীব। প্রয়োজন হলে পরে আবার শুট করা হবে বলে জানান তিনি। এই বিজ্ঞাপনচিত্রে মিমের সঙ্গে আরো কাজ করেছেন কাশ্মীরের মডেল রওনক ইলাহী।