১০ বছরের জেল হতে পারে জনি ডেপের

শঙ্কা আর নিষেধ ছিল আগে থেকেই। জনি ডেপ সেগুলোর পরোয়া করেননি, অস্ট্রেলিয়া নিয়ে এসেছিলেন সাধের দুই ইয়র্ক টেরিয়া ফ্লন কুকুরছানাকে। এখন পড়ে গেছেন বিপদে, অবৈধভাবে প্রাণী দুটোকে দেশের বাইরে নিয়ে আসার দায়ে অভিযুক্ত হলে ১০ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে এই বিখ্যাত অভিনেতাকে।
অবশ্য মোটা অঙ্ক জরিমানা দিলে জেল খাটা থেকে নিস্তার পেয়ে যাবেন এই দোর্দণ্ড প্রতাপশালী অভিনেতা। ইন্ডিপেনডেন্টের খবরে জানা গেলে বিস্তারিত। গেল সোমবার অস্ট্রেলিয়ান সিনেট কমিটি জানিয়েছে এ ঘটনায় কী হতে পারে তার আভাস। বিষয়টা আদালতে গড়ালে জনি দোষী সাব্যস্ত হলে ১০ বছরের জেল হতে পারে তাঁর। এটা এড়াতে চাইলে তাঁকে জরিমানা দিতে হবে দুই লাখ ৬৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার।
এ মাসের শুরুর দিকে দুই পোষা কুকুর নিয়ে এক প্রাইভেট জেটবিমানে করে উড়াল দিয়েছিলেন জনি। কুকুর দুটির নাম ‘পিস্তল’ আর ‘বু’। কুকুর দুটির এ নিয়ে কোনো আপত্তি না থাকলেও দেশটির কড়া আইনকানুন ব্যাপারটা মানতে নারাজ।
সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, কুকুর দুটি অস্ট্রেলিয়ায় নিয়ে আসার কিছুদিন পর চিহ্নিত হয়েছে। এ নিয়ে বেজায় চটেছেন অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী বার্নাবি জয়েস। রীতিমতো হুমকি দিয়েছেন, ডেপ যদি তাঁর কুকুরছানাদের ৫০ ঘণ্টার মধ্যে তাঁদের দেশ থেকে ফেরত না পাঠান, তাহলে নাকি একেবারে মেরে ফেলা হবে সেগুলোকে! ‘ফিল্মস্টারদের যদি আমাদের দেশে পোষা প্রাণী নিয়ে আসার অনুমতি দেওয়া হয়, যদি সে পৃথিবীর জীবিত সবচেয়ে আবেদনময় পুরুষও হয়, তাহলে কেন আমার দেশের সবার জন্যই আইন ভাঙার অনুমতি দেব না’? এমনই প্রশ্ন তাঁর।
একই সঙ্গে কুকুরগুলোকে দেশে ফেরত পাঠানোর কড়া নির্দেশ দেন কৃষিমন্ত্রী। “মিস্টার ডেপ হয় তাঁর কুকুরদের ক্যালিফোর্নিয়া ফেরত পাঠাবেন, নইলে আমরা ওগুলোকে মেরে ফেলতে বাধ্য হব। ‘পিস্তল’ আর ‘বু’কে এখনই আমেরিকায় ফেরত পাঠাতে হবে।”
এ ঘটনায় জনি ডেপের প্রতিক্রিয়া যাই হোক, কুকুরছানাদের নিরাপত্তা নিয়ে বিলম্ব করেননি তিনি। ‘পিস্তল’ আর ‘বু’কে দ্রুত দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।