আইসিইউতে ম্যাডোনা

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা ম্যাডোনা গুরুতর অসুস্থ। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে এই পপ তারকাকে। এ কারণে আসন্ন সফর স্থগিত করেছেন এ গায়িকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে ম্যা়ডোনার ম্যানেজার গাই ওসেরি জানান, গত ২৪ জুন শনিবার পপ তারকা জীবাণু সংক্রমণের কারণে গুরুতর অসুস্থ হয়। নিউ ইয়র্কের হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চলার পর আপাতত স্থিতিশীল রয়েছেন এ গায়িকা। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে বলে জানান তিনি।
গাই ওসেরি জানান, শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই ম্যাডোনার টিমের তরফ থেকে আগামী ট্যুরও বাতিল করা হয়েছে। তবে গায়িকা সুস্থ হয়ে উঠলেই ট্যুরের নতুন তারিখ ও টিকিট সংক্রান্ত তথ্য জানানোর আশ্বাসও দিয়েছেন তিনি।
৬৪ বছর বয়সী এ গায়িকার আগামী জুলাই মাস থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ যাওয়ার কথা রয়েছে। এই ট্যুর মেক্সিকো সিটিতে আগামী ৩০ জানুয়ারি শেষ হওয়ার কথা। ট্যুরের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন পপ তারকা। একাধিক ছবিও সমাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে ফেরা হবে না গায়িকার।