ফের বিয়ে করলেন শাহরুখের পাকিস্তানি নায়িকা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/02/mahira_hafeez_khan.jpg)
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেছেন। শাহরুখ খানের সঙ্গে ‘রাইস’ সিনেমার জন্য সর্বাধিক পরিচিত এই অভিনেত্রী।
মাহিরার ম্যানেজার অনুশয় তালহা খান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এই বিয়ের তথ্য নিশ্চিত করেছেন।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানাচ্ছে, পাকিস্তানের মুরিতে একটি বহিরাগত অনুষ্ঠানে দুজনের বিয়ে হয়। বিয়েতে মাহিরা ওড়না সহ একটি প্যাস্টেল লেহেঙ্গা পরেছিলেন। হীরার গহনাও পরনে ছিল অভিনেত্রীর। সেলিমকে কালো শেরওয়ানি ও নীল পাগড়িতে দেখা গেছে।
২০০৭ সালে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে শৈশবের প্রিয়তম আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা খান। তবে ২০১৫ সালে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এরপর ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে সম্পের্কে জড়ায় মাহিরা। গত বছর মাহিরা তার প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনেন। সেলিমকে ডেট করার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।