করোনায় আক্রান্ত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান
সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হওয়া পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান করোনায় আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের খবর, ইনস্টাগ্রামে নিজের কোভিড পরীক্ষার ফল পজিটিভের খবর জানিয়ে মাহিরা খান বলেছেন, যদিও কঠিন, তবে শিগগিরই এ অবস্থা কাটিয়ে উঠবেন বলে আশা তাঁর।
ওই বার্তায় মাহিরা খান বলেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি আইসোলেশনে আছি এবং গত কয়েক দিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অবগত করছি। এটা কঠিন, কিন্তু দ্রুতই সব ঠিক হয়ে যাবে, ইনশা আল্লাহ।’ সেইসঙ্গে তিনি সবাইকে মাস্ক পরার জোর অনুরোধ করেন।
ওই পোস্টের মন্তব্যঘরে মাহিরা খানের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর ভক্ত ও সহকর্মীরা। বলিউড অভিনেত্রী মৌনী রায়সহ অনেক পাকিস্তানি তারকা মাহিরার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
২০১৭ সালে রাহুল ধোলাকিয়ার ‘রইস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় মাহিরা খানের। যদিও ২০১৬ সালে উরি হামলার পর তিনি তাঁর সিনেমার প্রচারণা চালাতে ভারতে যেতে পারেননি।