নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ’র মা মারা গেছেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/29/mabrur_rashid_banna.jpg)
ছবি : মাবরুর রশিদ বান্না ‘র ফেসবুক পেজ থেকে নেওয়া
জনপ্রিয় নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহ’র মা মারা গেছেন। ২০১১ সাল থেকে তিনি পরিচালক হিসেবে কাজ শুরু করেন। আজ রোববার (২৯ অক্টোবর) মাবরুর রশিদ বান্নাহ নিজেই তাঁর মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে এই নির্মাতা লিখেছেন, আমার মায়ের জন্য দোয়া চাই, গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে আম্মুকে কবরে শুইয়ে দিব।
তবে এ বিষয়ে আর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।