ইউটিউবে প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য স্বীকৃতি আরজে কিবরিয়ার
আরজে কিবরিয়া (মো. গোলাম কিবরিয়া সরকার) ক্যারিয়ার শুরু করেছিলেন একজন রেডিও আরজে হিসেবে। সেখানে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় শো। এরপর ২০২০ সালে করোনা মহামারির সময় ‘আপন ঠিকানা’ নামে নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করেছিলেন তিনি।
যে শোয়ের মাধ্যমে তিনি পরিবার থেকে নানা কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে পড়া, পরিবার হারিয়ে ফেলা মানুষদের ঠিকানা খুঁজে পেতে সাহায্য করেন। এখন পর্যন্ত প্রায় চার শতাধিক শো করেছেন। এর মধ্যে সফলতার হার ৩৫০ এর বেশি। আর এ শোয়ের কারণে ইউটিউবের অফিসিয়াল ব্লগে পোস্ট হয়েছে।
ইউটিউব এটাকে মানবিকতা ও দায়বদ্ধতার অসাধারণ স্বাক্ষর হিসেবে মনে করছে। আরজে কিবরিয়া ও তাঁর আপন ঠিকানা নিয়ে তাদের ব্লগে প্রকাশ করেছে বিশেষ পোস্ট। যেখানে বলা হয়, হৃদয়ভাঙা আবেগের সব ইউনিক গল্প থাকায় চ্যানেলটি যেমন জনপ্রিয়তা পেয়েছে তেমনি প্রিয়জনও তাঁর পরিবারের কাছে ফিরে যেতে পেরেছেন। আর এ কারণেই আরজে কিবরিয়া নিয়ে বিশেষ লেখা প্রকাশ করেছে কনটেন্ট ক্রিয়েটর প্রতিষ্ঠান ইউটিউব।
এমন স্বীকৃতিতে নিজের অনুভূতি জানিয়ে গণমাধ্যমকে কিবরিয়া বলেন, ‘প্রথমত, এটা একটা অসাধারণ অনুভূতি। কারণ আমার জানা মতে, এর আগে বাংলাদেশ থেকে কোনো কনটেন্ট ক্রিয়েটরকে নিয়ে ইউটিউব তাদের ব্লগে এমন পোস্ট করেনি। দ্বিতীয়ত, আন্তর্জাতিকভাবে আপন ঠিকানা এমন একটা প্ল্যাটফর্মে আলাদাভাবে স্বীকৃতি পেল, যেখানে সারা বিশ্বের স্বীকৃত কনটেন্টগুলো নিয়ে কথা বলা হয়। ইউটিউবের পক্ষে থেকে এমন স্বীকৃতি একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বিশাল এক অর্জন; যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
তিনি আরও জানান, অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের কাছে তাঁদের স্বজনদের ফিরিয়ে দেওয়াটা সারা বিশ্বেই অদ্বিতীয় একটা ঘটনা। ইউটিউব যদি চায়, বিশ্বের অন্য দেশেও এমন অনুষ্ঠান করতে, কিবরিয়ার প্রতিষ্ঠান তাঁদের যথার্থ সহযোগিতা করবে।