কম্বলের নিচে ভিকি-অঙ্কিতার ভিডিও ভাইরাল!
ভারতের টেলিভিশন কুইন অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিশতা’র সুবাদে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন এই অভিনেত্রী। বিগ বস সিজন ১৭-রিয়েলিটি শোতে স্বামী ভিকি জৈনের হাত ধরে মঞ্চে হাজির হন অঙ্কিতা।
কিছুদিন আগেই এই রিয়েলিটি শো-এর একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে ভিকি তেড়ে এসেছিলেন অঙ্কিতার দিকে। সেই চড়কাণ্ড এখন অতীত! তবে বিগ বসের ঘরের সাম্প্রতিক ঘটনায় ফের চোখ ছানাবড়া নেটিজেনদের।
এদিকে নেট মাধ্যমে তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই কম্বলে শরীর ঢেকে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া গেছে ভিকি-অঙ্কিতাকে। সেই দৃশ্য দেখে অনেকেই ভিকি-অঙ্কিতাকে মনে করিয়েছেন, ‘এটা ফ্যামিলি শো, শালীনতা বজায় রাখা উচিত’। অনেকে মনে করেন, এটা বিগ বসের নিয়ম বিরুদ্ধ, তাই অবিলম্বে জুটিকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া উচিত।
এর আগে, বিগ বসে ভাইরাল হয়েছিল ভিকি-অঙ্কিতার দাম্পত্য কলহের কথা। সেসময় সবার সামনেই ভিকির কাছে ডিভোর্স চেয়েছিলেন অঙ্কিতা। এ ছাড়া স্বামীর বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগও এনেছিলেন।
সেসময় অঙ্কিতার মা ভাবনা লোখান্ডে মেয়ে-জামাইয়ের ঝামেলা প্রসঙ্গে মুখ খুলেছেন। ভিকি কি সত্যিই চড় মারতে গিয়েছিলেন অঙ্কিতাকে? নায়িকার মা সাফ বলেন, এটা একদম ভুল। আমি চিনি ভিকিকে। আমরা একসঙ্গে থাকি। এইরকম কিছুই ঘটেনি। দুজনে পরস্পরকে খুব ভালোবাসে। যদিও অঙ্কিতার মায়ের কথায় চিঁড়ে ভেজেনি! কারণ ভিকি ওইদিন মেজাজ হারিয়ে অঙ্কিতাকে চড় মারতে গিয়েছিলেন বলে নিন্দকদের ধারণা।
অভিষেক কুমারের সঙ্গে খাবার নিয়ে নতুন পর্বে ঝামেলা চলছিল ভিকি জৈনের। তাদের এই ঝগড়ার মধ্যে ভিকির স্ত্রী অঙ্কিতা কথা বলতে যান। এই ঝগড়ার মধ্যে তার স্ত্রীর ঢুকে পড়া মোটেই মানতে পারেননি ভিকি, বিরক্ত হয়ে মেজাজ হারান এবং চড় মারতে যাওয়ার ভঙ্গিতে তেড়ে যান। এই ঘটনা ঘটার পরই স্তম্ভিত হয়ে যান অঙ্কিতা। পরে অবশ্য ভিকির পক্ষ নিয়েই কথা বলেছেন অভিনেত্রী।