এনটিভিতে শুরু হচ্ছে মার্সেল প্রেজেন্টস হা-শো সিজন-৭, রেজিস্ট্রেশন শুরু

জনপ্রিয় রিয়েলিটি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো সিজন-৭’ এনটিভিতে শুরু হচ্ছে শিগগিরই। আজ রোববার (২৫ আগস্ট) থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। যে কোন বয়সী বাংলাদেশি নাগরিক এই রিয়েলিটি শো-তে অংশ গ্রহণ করতে পারবেন।
এনটিভির অফিশিয়াল ওয়েবসাইটের ntvbd.com/registration এই লিংকে অংশগ্রহণকারীর নাম, জেলা, বিভাগ, মোবাইল নম্বর লিখে সহজেই রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন চলবে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত। বিভাগীয় পর্যায়ে অডিশনের সময় আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করা হবে।
এনটিভিতে প্রচারিত হা-শো শুরু থেকেই তুমুল জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার শুরু হচ্ছে সিজন-৭। অন্যান্য বারের মতো এবারও ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে।
জনপ্রিয় এই অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা করবেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি। এবারের আয়োজনের মূল পর্বের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক আমিন খান, অভিনেতা তুষার খান ও শবনম ফারিয়া।