২৩ বছর বয়সেই ২৫০ কোটির সম্পদের মালিক জান্নাত
মাত্র ২৩ বছর বয়সেই ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন এই নায়িকা। সিরিয়ালের প্রতি এপিসোডে অভিনয়ের জন্য নেন ১৮ লাখ টাকা। যা টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে। এই অভিনেত্রী শুধু টেলিভিশনেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যবসাতেও সমান দক্ষ। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা।
২০০১ সালের ২৯ আগস্ট মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রীর নাম জান্নাত জুবায়ের। তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘দিল মিল গে’, ‘কাশী: আব না রাহে তেরা কাকা’, ‘ফুলওয়া’, ‘মহারানা প্রতাপ’,‘তু আশিকি’ ও ‘ফিয়ার ফাইলস : ডর কি সাচ্চি তাসবিরে’।
রানী মুখার্জি অভিনীত বলিউড সিনেমা ‘হিচকি’-তে অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন। পাশাপাশি রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি ১২’-এ অংশগ্রহণ করে ‘সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী’র খেতাব অর্জন করেছেন। এ ছাড়া অসংখ্য ব্যক্তিগত সংগীত অ্যালবামেও অভিনয় করেছেন।
প্রতিবেদন অনুসারে, জান্নাত জুবায়ের খাতরোঁ কে খিলাড়ি‘র প্রতি পর্বে ১৮ লাখ টাকা আয় করেছিলেন। লাফটার চ্যালেঞ্জের একটি পর্বের জন্য তাকে দুই লাখ টাকাও দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতিও লাভজনক, প্রতি পোস্টে তার আয় দেড় থেকে দুই লাখ টাকা।
মাত্র ২১ বছর বয়সে মুম্বাইয়ে নিজস্ব বাড়ি কিনে তিনি প্রমাণ করেছেন তার দক্ষতা শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়। তিনি একজন সফল অভিনেত্রী এবং দক্ষ ব্যবসায়ী। অভিনয়, ব্যবসা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে ২৩ বছর বয়সেই তারকাখ্যাতি ও বিপুল সম্পদের মালিক করে তুলেছে।
সূত্র : ইন্ডিয়া ডট কম