ঈদের তৃতীয় দিন এনটিভিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী এ আনন্দ আয়োজনে দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা। জেনে নিন ঈদের তৃতীয় দিন এনটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে।
ঈদের তৃতীয় দিন সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান: নীল প্রজাপতি। প্রযোজনা: কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে: চাঁদনী, ইভান, নাঈম, সুহী, আলিফ, মাটি, সজীব, টুইংক, সাহেদ, সিনথিয়া, শফিক, লোটাস, শামীম, ইচ্ছা, বারিশ প্রমূখ। সকাল ৯টায় একক নাটক: এক আকাশের ছাদ। রচনা: মারুফ হোসেন সজীব। পরিচালনা: রাইসুল তমাল। অভিনয়ে: জোভান, সাফা কবির, রোজী সিদ্দিকী, মিলি বাশার, শেলী আহসান প্রমূখ। সকাল ১০টা ০৫ মিনিটে বাংলা ছায়াছবি: নবাব। পরিচালনা: জয়দেব মুখার্জি। এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত প্রমূখ।
দুপুর ০১টা ১০ মিনিটে তারুণ্যের গান: এফ মাইনর। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: মোহাম্মদ নূরুজ্জামান। দুপুর ০২টা ২০ মিনিটে টেলিফিল্ম: বেঁচে থাকুক ভালোবাসা। রচনা: ইশতিয়াক আহমেদ। পরিচালনা: মোহন আহমেদ। এতে অভিনয় করেছেন: পার্থ শেখ, তানিয়া বৃষ্টি, খান সাইমুন, মিতু ইসলাম, তৌফিক চৌধুরী প্রমূখ।
বিকেল ৪টা ২০ মিনিটে বাংলা ছায়াছবি: ঢাকা এ্যাটাক। পরিচালনা: দীপংকর দীপন। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহী, এ বি এম সুমন, কাজী নওশাবা, এহসানুর রহমান প্রমূখ। সন্ধ্যা ০৬ টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক: রূপবানের প্রেম। পর্ব ০৩। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, রাশেদ মামুন অপু, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী, হানিফ পালোয়ান, শহীদ উন নবী, জাভেদ গাজী প্রমূখ।
রাত ০৭টা ৫৫ মিনিটে একক নাটক: প্রাণের মানুষ। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: মাহমুদ হাসান রানা। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া শিমু, তারিক আনাম খান, শিল্পী সরকার অপু প্রমূখ। রাত ০৯টা ১০ মিনিটে একক নাটক: দু’জন দু’জনার। রচনা ও পরিচালনা: মারুফ হোসেন সজিব। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, মাসুম বাশার, মিলি বাশার প্রমূখ। রাত ১১টা ০৫ মিনিটে একক নাটক: খুচরা পাপী। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: জিয়াউদ্দীন আলম। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল প্রমূখ। রাত ১২টা ০১ মিনিটে তারুণ্যের গান: এফ মাইনর। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: মোহাম্মদ নূরুজ্জামান।