ঈদের সপ্তম দিন এনটিভিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
সাত দিনব্যাপী এ আনন্দ আয়োজনে দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা।
জেনে নিন ঈদের সপ্তম দিন এনটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে।
ঈদের সপ্তম দিন সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান: বাঁধনহারা। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: স্কাই স্ট্রমের শিল্পীবৃন্দ। সকাল ০৯টায় একক নাটক: উভয় সংকট। রচনা: আফিফা মহসিনা অরণি। পরিচালনা: মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, রিফাত চৌধুরী, শিরিন আলম, রত্না খান প্রমূখ। সকাল ১০টা ০৫ মিনিটে বাংলা ছায়াছবি: গলুই। পরিচালনা: এস এ হক অলিক। অভিনয়ে: শাকিব খান, পূজা চেরী, সুচরিতা, সুব্রত, আলীরাজ, আজিজুল হাকিম প্রমূখ।
দুপুর ০১টা ১০ মিনিটে তারুণ্যের গান: সহজিয়া। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা। দুপুর ০২টা ২০ মিনিটে টেলিফিল্ম: প্রিয় অভিভাবক। রচনা ও পরিচালনা: মাঈদুল রাকিব। অভিনয়ে: চাষী আলম, ফারজানা আহসান মিহি, রাশেদ সীমান্ত, সাদ্দাম মাল, নরেশ ভুঁইয়া প্রমূখ। বিকেল ০৪টা ২০ মিনিটে বাংলা ছায়াছবি: লিপস্টিক। পরিচালনা: কামরুজ্জামান রোমান। অভিনয়ে: আদর আজাদ, পূজা চেরী, শহিদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমূখ।
সন্ধ্যা ০৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক: রূপবানের প্রেম। পর্ব ০৭। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, রাশেদ মামুন অপু, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী, হানিফ পালোয়ান, শহীদ উন নবী, জাভেদ গাজী প্রমূখ।
রাত ০৭টা ৫৫ মিনিটে একক নাটক: প্রেম আমার। রচনা ও পরিচালনা: রুবেল আনুশ। অভিনয়ে: পার্থ শেখ, নওবা তাহিয়া হোসেন, মিলি বাশার, শিল্পী সরকার অপু প্রমূখ। রাত ০৯টা ১০ মিনিটে একক নাটক: প্রণয় ফাল্গুনে। রচনা: নাসির খান। পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: খায়রুল বাশার, তানজিন তিশা প্রমূখ।
রাত ১১টা ০৫ মিনিটে একক নাটক: সন্ধ্যায় সমাধান। রচনা: হিরণ জামান। পরিচালনা: দীন মোহাম্মদ মন্টু। অভিনয়ে: জাহের আলভী, ইফফাত আরা তিথি, টুম্পা মাহবুব প্রমূখ। রাত ১২:০১ মিনিটে তারুণ্যের গান: সহজিয়া। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।