ঈদের পঞ্চম দিন এনটিভিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী এ আনন্দ আয়োজনে দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা। জেনে নিন ঈদের পঞ্চম দিন এনটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে।
ঈদের পঞ্চম দিন সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান: নাচিছে ঘূর্ণি বায়। প্রযোজনা: হাসান ইউসুফ খান। নৃত্য পরিচালক: ওয়ার্দা রিহাব। অংশগ্রহণে: ধৃতি নৃত্যালয়ের শিল্পীবৃন্দ। সকাল ০৯টায় একক নাটক: রেডিমেট ঝামেলা। রচনা: পাপ্পুরাজ। পরিচালনা: মুসাফির রনি। এতে অভিনয় করেছেন: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার, মিলি বাশার প্রমূখ। সকাল ১০টা ০৫ মিনিটে বাংলা ছায়াছবি: বাদশা। পরিচালনা: বাবা যাদব। এতে অভিনয় করেছেন: জিৎ, নূরসাত ফারিয়া, ফেরদৌস প্রমূখ।
দুপুর ০১টা ১০ মিনিটে তারুণ্যের গান: পেনোয়া। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: জাহাঙ্গীর চৌধুরী। দুপুর ০২টা ২০ মিনিটে টেলিফিল্ম: বিথী পরিবহন। রচনা: অপূর্ণ রুবেল। পরিচালনা: তুহিন হোসেন। এতে অভিনয় করেছেন: সাইদুর রহমান পাভেল, মায়মুনা মম, শিবলী, ফরহাদ বাবু, আশরাফুল আশীষ প্রমূখ। বিকেল ০৪টা ২০ মিনিটে বাংলা ছায়াছবি: অগ্নি। পরিচালনা: ইফতেখার চৌধুরী। এত অভিনয় করেছেন: মাহিয়া মাহি, আরিফিন শুভ, মিশা সওদাগর, আলীরাজ, ডন, কাবিলা প্রমূখ।
সন্ধ্যা ০৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক: রূপবানের প্রেম। পর্ব ০৫। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। এতে অভিনয় করেছন তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, রাশেদ মামুন অপু, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী, হানিফ পালোয়ান, শহীদ উন নবী, জাভেদ গাজী প্রমূখ। সন্ধ্যা ০৭টা ৫৫ মিনিটে একক নাটক: স্বপ্নচারিনী। রচনা ও পরিচালনা: পথিক সাধন। এতে অভিনয় করেছেন: খায়রুল বাশার, রিয়া ঘোষ প্রমূখ।
রাত ০৯টা ১০ মিনিটে একক নাটক: গ্রামের অতিথি। রচনা: পাপ্পু রাজ। পরিচালনা: মাহমুদ হাসান রানা। এতে অভিনয় করেছেন: জাহের আলভী, অহনা রহমান, শিল্পী সরকার অপু প্রমূখ। রাত ১১টা ০৫মিনিটে একক নাটক: সুখের স্যুটকেস। রচনা ও পরিচালনা: প্রীতি দত্ত। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শোলী আহসান, আব্দুল্লাহ রানা প্রমূখ। রাত ১২টা ০১মিনিটে তারুণ্যের গান: পেনোয়া। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: জাহাঙ্গীর চৌধুরী।