ঈদের চতুর্থ দিন এনটিভিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী এ আনন্দ আয়োজনে দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা। জেনে নিন ঈদের তৃতীয় দিন এনটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে।
ঈদের চতুর্থ দিন সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান: মন মহুয়ার তালে। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: বিভিন্ন অঞ্চলের আদিবাসী শিল্পীবৃন্দ। সকাল ০৯টায় একক নাটক: হঠাৎ বৃষ্টি। রচনা: আব্রাহাম তামিম। পরিচালনা: রুবেল আনুশ। এতে অভিনয় করেছেন: ইয়াশ রোহান, তানহা তাসনিয়া, তানজিম সাইয়ারা তটিনী প্রমূখ। সকাল ১০টা ০৫ মিনিটে বাংলা ছায়াছবি: পোড়ামন ০২। পরিচালনা: রায়হান রাফি। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমূখ।
দুপুর ০১টা ১০ মিনিটে তারুণ্যের গান: মাদল। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: শাহরিয়ার ইসলাম। দুপুর ০২টা ২০ মিনিটে টেলিফিল্ম: কাজল ভোমরা। রচনা ও পরিচালনা: চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন সামিরা খান মাহি, জোনায়েদ বোগদাদী, মিলি বাশার, আবুল হায়াত, আজম খান প্রমূখ। বিকেল ০৪টা ২০ মিনিটে বাংলা ছায়াছবি: শান। পরিচালনা: এম রহিম। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, তাসকিন আহমেদ, অরুণা বিশ্বাস প্রমূখ।
সন্ধ্যা ০৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক: রূপবানের প্রেম। পর্ব ০৪। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, রাশেদ মামুন অপু, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী, হানিফ পালোয়ান, শহীদ উন নবী, জাভেদ গাজী প্রমূখ।
রাত ০৭টা ৫৫ মিনিটে একক নাটক: মায়া ফুল। রচনা: ইশতিয়াক আহেমেদ। পরিচালনা: মোহন আহমেদ। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, আইশা খান, তৃষ্ণা, সাবরিনা রনি, রাই রঞ্জনা প্রমূখ। রাত ০৯টা ১০ মিনিটে একক নাটক: মুসাফির খানা। রচনা ও পরিচালনা: এস আর মজুমদার। এতে অভিনয় করেছেন : নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, আবুল হায়াত, চিত্রলেখা গুহ প্রমূখ। রাত ১১টা ০৫ মিনিটে একক নাটক: নিয়ামত। রচনা: পারভেজ ইমাম। পরিচালনা: মো: তৌফিকুল ইসলাম। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, আইশা খান, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু প্রমূখ। রাত ১২টা ০১ মিনিটে তারুণ্যের গান: মাদল। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: শাহরিয়ার ইসলাম।