উইশ পূরণের শর্তে প্রেম! আসছে ‘উইশ কার্ড’

নতুন কলেজ, নতুন ক্যাম্পাস, আর সেই ক্যাম্পাসেই প্রেমের শুরু এক অদ্ভুত চ্যালেঞ্জ দিয়ে। নির্মাতা জাকারিয়া সৌখিন এবার ঠিক এমনই এক মজার প্রেমের গল্প নিয়ে আসছেন, নাটকের নাম ‘উইশ কার্ড’।
ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহাকে নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক কমেডি ঘরানার এই নাটক। নাটকের শুটিং শেষ, এখন চলছে সম্পাদনার কাজ। আগামী ১৪ আগস্ট ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
গল্পে দেখা যাবে, বন কর্মকর্তার মেয়ে হৃদি (নীহা) বাবার বদলির কারণে চলে আসে এক নতুন শহরে। ভর্তি হয় একটি কলেজে। প্রথম দিনেই পরিচয় হয় কলেজের সবচেয়ে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদের দুষ্টুমির বিপরীতে হৃদি একেবারে শান্ত ও মিষ্টি স্বভাবের। আর সেখান থেকেই শুরু হয় প্রেমে পড়ার গল্প।
তবে এই প্রেম সহজ নয়। সাদের ভালোবাসার প্রস্তাবে সরাসরি সাড়া না দিয়ে হৃদি দেয় এক অদ্ভুত শর্ত—তাকে পেতে হলে পূরণ করতে হবে একের পর এক উইশ!
সাদ চ্যালেঞ্জে রাজি হয়, কিন্তু কী কী উইশ পূরণ করতে হবে, সেটি জানা যাবে নাটক প্রকাশের পরই।
নাটকের নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ইয়াশের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওর কাজের প্রতি একাগ্রতা দেখলে ভালো লাগে। আর নীহা তো অনেক আগেই প্রমাণ করেছে সে কাজপাগল একজন অভিনেত্রী। দুজনকে নিয়ে কাজটা খুব এনজয় করেছি।’
অভিনেতা ইয়াশ রোহান জানালেন, ‘এটা খুব এনার্জেটিক একটা নাটক। সৌখিন ভাই প্রতিটি সিন নিখুঁতভাবে নির্মাণ করেছেন। আশাবাদী, দর্শকের ভালো লাগবে।’
অন্যদিকে নীহা বললেন, ‘‘সৌখিন ভাইয়ের সঙ্গে এটি আমার চতুর্থ কাজ। আগের নাটকগুলো দর্শক যেমন পছন্দ করেছিলেন, আশা করি ‘উইশ কার্ড’-ও তাদের ভালো লাগবে।’’
‘উইশ কার্ড’ নাটকে রয়েছে একটি গানও। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার।