কাজ নেই রুদ্রনীলের, অর্থকষ্টে বিক্রি করতে হয়েছে ফ্ল্যাট ও রেঞ্জ রোভার

এক সময় টালিউডে রুদ্রনীল ঘোষ ছিলেন মুখ্য চরিত্রের নিয়মিত মুখ। নানা চরিত্রে তিনি দর্শক মন জয় করতেন। কিন্তু এখন? রাজনীতিতে যোগ দেওয়ার পর তার পর্দার উপস্থিতি অনেকটাই কমে গেছে।
রাজনৈতিক কারণে নিজের সিনেমার রোজগার হারাতে থাকা রুদ্রনীল সম্প্রতি জানালেন, অর্থাভাবে তাকে রেঞ্জ রোভার (৬৫ লাখ টাকা) এবং দক্ষিণ কলকাতার ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে। তিনি বলেন, ‘আমি এই গাড়ি আমার অভিনয়ের টাকায় কিনেছিলাম, কোনো রাজনীতির পয়সায় নয়। এখন হাতে কাজ নেই, তাই বিক্রি করতে বাধ্য হয়েছি।’
তিনি আরও বললেন, ‘এক সময় যেসব নির্মাতার সিনেমায় নিয়মিত অভিনয় করতাম, এখন রাজনৈতিক মতভেদের কারণে তারা আমাকে ডাকেন না। আমার প্রিয় বন্ধুরা ভয়ে শুটিংয়ে আমাকে নিতে চাইছে না। অথচ আগে, যখন তারা ভাত খেতে পেত না, আমি পাশে দাঁড়িয়েছিলাম।’
রুদ্রনীলের রাজনৈতিক যাত্রা শুরু কলেজজীবনেই। বামপন্থী ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন, পরে যোগ দেন তৃণমূলে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে আবারও বিজেপিতে যোগ দেন। ভোটে জিততে না পারলেও, আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে তিনি বিজেপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারেন।
অভিনয়েও তিনি ফিরছেন। দীর্ঘ দিন পর মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল। দর্শকরা তার অভিনয়কে প্রশংসা করেছেন, নায়ক-নায়িকাকে ছাড়িয়ে।
ব্যক্তিগত জীবনেও রুদ্রনীল এখনও অবিবাহিত। তিনি জানান, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে বিয়ের পরিকল্পনা করছেন এবং পাত্রীর খোঁজ চলছে।