বাকি জীবন খুবই সাধারণভাবে কাটাতে চান তাহসান, ব্যবহার করবেন না সোশ্যাল মিডিয়াও
মেলবোর্নের কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ ঘোষণা দিয়ে ২৫ বছরের সংগীতজীবনের শেষ অধ্যায়ের সূচনা করেছেন তাহসান খান—‘আমি অবসরে যাচ্ছি’। এরপর সোমবার দুপুরে দেশের এক গণমাধ্যমে দেওয়া ইন্টারভিউয়েই তিনি বিস্তারিত জানালেন কেন এই সিদ্ধান্ত নিয়েছেন।
তাহসান জানান, এটি হঠাৎ ভাবনা নয়, বরং অনেক দিন ধরে মনে হচ্ছিল যে, সময় এসেছে থামার। অস্ট্রেলিয়া ট্যুর শেষ করলেই ঢাকায় বাকি দুটি প্রাইভেট শো শেষ করে গান থেকেও পুরোপুরি বিরতি নেবেন। তিনি স্পষ্ট করলেন, এটি তাঁর শেষ ট্যুর, এবং ভক্তদের উদ্দেশে বললেন, ‘শুধু এতুকুই বলব, ধন্যবাদ তোমায়, সুরের বন্ধু ভেবেছ।’
অবসরের সঙ্গে সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়াতেও বিরতি নেবেন। তাহসান বলেন, ‘রিটায়ার্ড মানুষের সোশ্যাল মিডিয়ার প্রয়োজন কী! এত ট্রমা, ফেইক নিউজ আর টক্সিক পরিবেশ সহ্য করতে চাই না।’
২৫ বছরের ক্যারিয়ারে প্রাপ্তি ও ভালোবাসা নিয়ে তিনি জানালেন, ‘এত শ্রোতা-দর্শক ও মানুষের ভালোবাসা পেয়েছি যা অমূল্য। যোগ্যতার চেয়ে অনেক বেশি। কোনো অপূর্ণতা নেই।’
অবসরের পর তাহসান চাচ্ছেন একেবারে সাধারণ জীবন, পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে। শেষ কনসার্ট থেকে শুরু করে ভক্তদের সঙ্গে শেষ যোগাযোগ পর্যন্ত, এই অধ্যায় হয়ে যাবে স্মরণীয় এক অধ্যায়।