ঢাকায়ও দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিওর অ্যাকশন

২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ।
মহাকাব্যিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার পরিচালক পল টমাস অ্যান্ডারসন। টমাস পিঞ্চনের ১৯৯০ সালে প্রকাশিত *ভিনল্যান্ড* উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘ ২০ বছর ধরে এ সিনেমার পরিকল্পনা করেছেন।
ডিক্যাপ্রিও ছাড়াও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর, চেজ ইনফিনিটি প্রমুখ। মুখ্য চরিত্রের জন্য ডিক্যাপ্রিও নিয়েছেন ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক।
সিনেমার কাহিনি ঘুরপাক খায় একদল সাবেক বিপ্লবীকে ঘিরে। ১৬ বছর পর তারা আবার একত্রিত হয় তাদের একজনের মেয়েকে উদ্ধারের জন্য। রাজনৈতিক ব্যঙ্গ, ব্ল্যাক কমেডি আর অ্যাকশনের মিশ্রণে নির্মিত সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই সমালোচকেরা ইতিবাচক মন্তব্য করেছেন। দ্য গার্ডিয়ান একে বর্ণনা করেছে—‘অসন্তোষ, প্রতিবাদ আর সমাজের বাইরে থাকা একাকী নায়কের গল্প’।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিক্যাপ্রিও বলেছেন, সিনেমাটিতে সমাজের বিভাজন ও মেরুকরণের প্রতিফলন রয়েছে। তবে নির্দিষ্ট কোনো বার্তা নয়, পরিচালক সবকিছু বিনোদনের আবহে উপস্থাপন করেছেন।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর বাজেট ১৭৫ মিলিয়ন ডলার। ২০২৩ সালের জুনে প্রাথমিকভাবে শুটিং শুরু হলেও পূর্ণোদ্যমে চলে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত। প্রথমে নাম রাখা হয়েছিল ‘দ্য ব্যাটল অব বাকটান ক্রস’, পরে পরিবর্তন করা হয়।
এ সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪৩ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
২০০৭ সালে অ্যান্ডারসনের সিনেমা ‘দেয়ার উইল বি ব্লাড’ ব্যাপক সাড়া ফেলেছিল। তাই ধারণা করা হচ্ছে ডিক্যাপ্রিওর সঙ্গে তার এই নতুন কাজও হতে পারে ক্যারিয়ারের আরেকটি মাইলফলক।