প্যালিয়েটিভ কেয়ার দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী

নিরাময়য়ের অযোগ্য রোগীদের শারীরিক ও মানসিক সহযোগিতা করা বা সেবাদানের বিষয়কে প্যালিয়েটিভ কেয়ার বলে। ‘আমার যত্ন, আমার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে ‘ বিশ্ব হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার দিবস-২০১৯।
এরই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স, ওয়ার্ল্ড চাইল্ড ক্যানসার ও প্যালিয়াটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে নিরাময় অযোগ্য অন্তিম পর্যায়ের রোগীদের জীবনের ভোগান্তি ও গল্প নিয়ে তিন দিনব্যাপী একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২ থেকে ৪ ডিসেম্বর যাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী এক্সিবিশন হলে এই প্রর্দশনী অনুষ্ঠিত হবে।
আগামী ২ ডিসেম্বর, সোমবার, বিকাল ৮টায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করবেন। প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সভাপতি সৈয়দ সাদেক মো. আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও নিরাপদ সড়ক চাইয়ের মহাসচিব ইলিয়াস কাঞ্চন। এ ছাড়া বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে ‘পেন্সিল’ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তপুর ‘ইয়াত্রী’ ব্যান্ডের পরিবেশনা।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঙ্গলবার, ৩ ডিসেম্বর, বিকেল ৩টায় ‘প্ল্যাটফর্ম’ ও প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে থাকছে ‘প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান’। দ্বিতীয় পর্বে বিকাল ৫টায় প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ আলোচক হিসেবে থাকছেন, বিএসএসএমইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার এবং প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা খালীদ হাসান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শারমিন লাকী। শেষে সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে ‘সায়ান’-এর সঙ্গে গানালাপ।
অনুষ্ঠানের শেষ দিন, ৪ ডিসেম্বর, বুধবার, বিকাল ৪টায় ‘স্বরশ্রুতি’ এর কবিতা আবৃতি দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর সন্ধ্যা ৫টায় সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার পরিবারের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মিউজিশিয়ান সাহেদ ও তার ব্যান্ড ‘গাছ’-এর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
‘আমার যত্ন, আমার অধিকার’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় থাকছে ‘ ইনভেন্টরস পাপেট’ এবং সহযোগিতায় থাকছে বেগ আর্ট ইনস্টিটিউট অব ফোটোগ্রাফি।