অত্যাধুনিক মেশিনে সজ্জিত সুপার স্পেশলাইজড হাসপাতাল, মিলছে বিশেষজ্ঞের রিপোর্ট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশলাইজড হাসপাতাল সাজানো হয়েছে অত্যাধুনিক মেশিনে। সেখানে আছেন দক্ষ টেকনিশিয়ান ও টেকনোলজিস্ট। শুধু তা-ই নয়, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিশেষজ্ঞ চিকিৎসক দিচ্ছেন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট। আল্ট্রাসনোগ্রামের জন্য সিরিয়াল ও টাকা জমার ভোগান্তি কমাতে রাখা হয়েছে অনলাইনে সিরিয়ালের ব্যবস্থা।
আজ বৃহস্পতিবার বিএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার জানান, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই দুই শিফটে বিএমইউয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের নিচতলায় (প্রথম তলায়) রেডিওলজি অ্যান্ড ইমেজিং সেন্টার থেকে এ সেবা পাওয়া যাবে। আল্ট্রাসনোগ্রামের জন্য একদিন আগেই অনলাইনে (ssh.bsmmu.ac.bd) সিরিয়ালের মাধ্যমে সিরিয়াল নিতে হবে।
আরও জানানো হয়েছে, এই সেন্টার থেকে সব ধরনের এক্সরে, বিএমডি, মেমোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই করা যায়। এমআরআইয়ের মধ্যে এমআরআই অব হোল অ্যাবডোমিন, এমআরআই অব চেস্ট, এমআরআই অব কেইউবি, ইন্টারোগ্রাফি, এমআরএ অ্যান্ড এমআরভি, এমআরআই অব নেক ভেসেলস, এমআরআই অব লিভার, এমআরসিপি, এমআরআই অব অরবিট, এমআরএ রেনাল এনজিও ইত্যাদি জটিল পরীক্ষা এই সেন্টার থেকে করা হচ্ছে।
এই হাসপাতালে আছে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার অ্যান্ড স্টোক সেন্টার, মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সেন্টার ও এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার। এসব সেন্টারে রোগীদের হার্ট, কিডনি, লিভার (হেপাটোলজি), নিউরোসহ বেশকিছু বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করাও হয় এখান থেকে।
২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত আট হাজার ৬৭৭টি এক্সরে, তিন হাজার ৬১৬টি এমআরআই, দুই হাজার ৭২টি সিটি স্ক্যান, ১৪৬টি মেমোগ্রাম এবং ১৭৫টি বিএমডি পরীক্ষা করা হয়েছে।