মেনোপজের পরে রক্তক্ষরণ কী?

পোস্ট মেনোপোজাল ব্লিডিং বা মেনোপজের পরে রক্তক্ষরণ অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৩৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. লুৎফা বেগম লিপি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রসূতি ও ধাত্রী বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পোস্ট মেনোপজাল ব্লিডিং বেশ কঠিন একটি নাম। আসলে এটি কী ?
উত্তর : যদিও এটি ইংরেজি শব্দ। তবে মেনোপজ কথাটি কিন্তু সবাই জানে। মেনোপজ মানে হলো, যখন ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। সাধারণত ৫০ থেকে ৫২ বছরের মধ্যে দেখা যায় ঋতুস্রাব একেবারে বন্ধ হয়ে যায়। কারো যদি টানা এক বছর ঋতুস্রাব বন্ধ থাকে, তাহলে তাকে আমরা বলব মেনোপজ হয়েছে।
এখন পোস্ট মেনোপজাল ব্লিডিং মানে এই মেনোপজ হয়েছে, তার ঋতুস্রাব এক বছর পর্যন্ত বন্ধ আছে। সে জানে তার ঋতুস্রাব এক বছর পর্যন্ত বন্ধ রয়েছে। তবে তার পরও বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় কিছু কিছু রক্ষক্ষরণ বা ব্লিডিং হতে পারে। তখন সে হয়তো বলে, ‘আমার ঋতুস্রাব হয়েছে।’ তবে আসলে কিন্তু এটা ঋতুস্রাব নয়। অন্য কোনো রোগের একটি লক্ষণ।