শুচিবায়ুগ্রস্ত রোগীর চিকিৎসায় পরিবারের সহযোগিতা জরুরি

শুচিবায়ুগ্রস্ত রোগীর চিকিৎসায় পরিবারের লোকজনকে এগিয়ে আসা জরুরি। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৯২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পরিবারের লোকদের কী পরামর্শ দেন?
উত্তর : একে বলা হয়, সাইকো এডুকেশন। আমাদের প্রধান লক্ষ থাকে দুটো। পরিবারকে বোঝানো এটি একটি রোগ। আর দ্বিতীয় হলো, এর চিকিৎসা কীভাবে নিয়মিত করতে হব- সেই ক্ষেত্রে সাহায্য করা। অনেক সময় রোগী নিজেও বিরক্ত হয়ে যায় চিকিৎসা নিতে নিতে। সেখানেও পরিবারের অনেক বড় একটি ভূমিকা থাকে। এর চিকিৎসা কেবল মেডিকেশন নয়। সাইকোথেরাপি বা বিহেভিয়ার থেরাপি বলে একটি বিষয় রয়েছে। আগে আরেকটি বিষয় ছিল কোথেরাপিস্ট।
মানসিকতাটি প্রতিরোধ করার জন্য পরিবারের লোকদের ভূমিকা থাকে।
অনেক সময় সিজোফ্রেনিয়ার সঙ্গে ওসিডি নিয়ে দ্বিধা হয়ে যায়। একটি চিন্তা বা ভ্রান্ত একটি ধারণা তার বার বার আসে। তখন এটি অনেক সময় বোঝাও কঠিন হয়ে যায় যে এটা কি ইলুশন না কি হেলুসিনেশন। সুতরাং সব দিক থেকে চিকিৎসা ও ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।