বিষণ্ণতা : চিকিৎসকের কাছে কখন যাবেন?

দীর্ঘদিন মন খারাপ, কোনো কাজে উৎসাহ না পাওয়া, ঘুমের অসুবিধা, আত্মবিশ্বাস কমে যাওয়া ইত্যাদি বিষণ্ণতার কিছু লক্ষণ। বিষণ্ণতায় আক্রান্ত হলে কখন চিকিৎসকের কাছে যাবেন? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৭তম পর্বে কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. আজিজুল ইসলাম। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন চিকিৎসকের কাছে কখন যাওয়া উচিত?
উত্তর : আমার মনে হয়, দুভাবে বিষয়টি হতে পারে। একজন রোগী নিজে অনুভব করতে পারেন। বিষণ্ণতার ক্ষেত্রে অনেক সময় রোগী অনুভব করতে পারে যে তার স্পৃহা কমে যাচ্ছে, উদ্যম-উচ্ছ্বাস থাকছে না। অনেক সময় সে কান্নাই করছে। ভেঙে পড়ছে। ভাবছে আমার দ্বারা কিছু হচ্ছে না, আমি পারছি না। এ ক্ষেত্রে সে নিজেই চিকিৎসকের কাছে যেতে পারে।
অনেক সময় পরিবারের লোকজন দেখতে পারেন যে তার তো কাজকর্মে স্পৃহা নেই, আগে যে রকম উচ্ছ্বাস ছিল, সেটি তার নেই, সব সময় মনমরা হয়ে থাকে, ঘরকুনো হয়ে থাকে—তখনো নিয়ে যেতে পারে। দুভাবেই হতে পারে।