বিষণ্ণতা দূর করতে পারিবারিক সহযোগিতা প্রয়োজন

বিষণ্ণতা একটি মানসিক রোগ। এই রোগে মন খারাপ, নেতিবাচক চিন্তা ইত্যাদি সমস্যা হয়। কখনো কখনো আত্মহত্যার মতো প্রবণতাও তৈরি হয় এই রোগে। বিষণ্ণতা দূর করতে তিন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। এগুলো হলো : ওষুধ, সাইকোথেরাপি ও পারিবারিক সহযোগিতা।
বিষণ্ণতার চিকিৎসায় পারিবারিক সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। পরিবার থেকে মানসিক সহযোগিতা পেলে ব্যক্তি বিষণ্ণতা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৩৭তম পর্বে কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. আজিজুল ইসলাম। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : বিষণ্ণতার চিকিৎসায় পরিবারকে আপনারা এ ক্ষেত্রে কীভাবে যোগ করেন?
উত্তর : আমরা পরিবারকে এই মেসেজ দিতে চাই, আপনার পরিবারের যে কেউ এ রোগে আক্রান্ত হোক না কেন, সে শেষ হয়ে যায়নি। এটি একটি রোগ। এর চিকিৎসা করলে সে পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসবে। সুতরাং তাকে সহযোগিতা করুন, তাকে ওষুধ খাওয়ান। ইতিবাচক চিন্তার দিকে তাকে নিয়ে যান। এভাবে সাহায্য করলে বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তি অবস্থা থেকে অনেকটা বের হয়ে আসতে পারবে।