আইবিএসে আক্রান্ত রোগীদের কি মানসিক রোগের চিকিৎসা নিতে হয়?

মাঝেমধ্যে কোষ্ঠকাঠিন্য হওয়া, আবার মাঝেমধ্যে ডায়রিয়া হওয়া আইবিএস রোগের লক্ষণ। তবে এই রোগ পেটের পীড়াজনিত হলেও এর সঙ্গে মানসিক চাপ বা উদ্বেগের সম্পর্ক রয়েছে।
আইবিএস রোগ হলে কি মানসিক রোগের চিকিৎসার প্রয়োজন রয়েছে, বিষয়টি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৩তম পর্বে কথা বলেছেন ডা. আহমেদ উজ জামান। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : আইবিএসে আক্রান্ত রোগীদের কি মানসিক রোগের চিকিৎসা নিতে হয়?
উত্তর : আইবিএসের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে দেখি রোগীদের মানসিক কোনো কারণ রয়েছে কি না, এটি হওয়ার জন্য। অনেকেই বলেন, আমি এ ধরনের অশান্তিতে আছি। আমার এই ধরনের দুশ্চিন্তা হয়। আমরা যদি দেখি তার মানসিক এই সমস্যা খুবই জটিল, তিনি ওই বিষয়টিতে বেশি অসুস্থ হয়ে পড়ছেন, তখন আমরা মানসিক চিকিৎসকের সাহায্য অবশ্যই নিতে বলি। এই ক্ষেত্রে সাইকিয়াট্রিকের গুরুত্ব রয়েছে।