বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস : ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য’

আজ ১০ অক্টোবর। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য’। আজ এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৭২তম পর্বে বিষয়টি নিয়ে কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. আজিজুল ইসলাম। ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. আজিজুল ইসলাম বর্তমানে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
এনটিভি : এবারের মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য কী?
অধ্যাপক মো. আজিজুল ইসলাম : আজ ১০ অক্টোবর। আপনারা জানেন, আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ওয়ার্ল্ড ফেডারেশন অব মেন্টাল হেলথ সারা পৃথিবীজুড়ে ১৯৯২ সাল থেকে ১০ অক্টোবরকে মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে। প্রতিবছরই একটি স্লোগান থাকে। এই স্লোগানের ওপরই সবাই কাজ করে। এবারের প্রতিপাদ্য ‘মেন্টাল হেলথ ইন ওয়ার্ক প্লেস’। অর্থাৎ কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য। আমরা যতক্ষণ জেগে থাকি, তার তিন ভাগের দুই অংশ, প্রায় সবটাই কিন্তু আমরা কর্মক্ষেত্রে থাকি। আপনি জানেন, যাঁরা মিরপুরে থাকেন, তাঁরা যদি মতিঝিলে অফিস করেন, তাঁরা কিন্তু সারাটা দিনই থাকেন কর্মক্ষেত্রে। সুতরাং কর্মক্ষেত্র একটি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যদি মানসিক স্বাস্থ্য সঠিক না থাকে অথবা স্বাস্থ্য সঠিক না থাকে, মন সঠিক না থাকে, চিন্তা সঠিক না থাকে, তাহলে তাঁদের কাজকর্মে কোনো স্পৃহা থাকবে না। এর গুরুত্বটা অনুভব করেই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আজকের এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।