‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য’ : গুরুত্ব দেওয়া জরুরি কেন?

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য’। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিষয়টি কেন গুরুত্বপূর্ণ, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৭২তম পর্বে কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. আজিজুল ইসলাম এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেলিনা ফাতেমা বিনতে শহিদ।
ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. আজিজুল ইসলাম বর্তমানে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেলিনা ফাতেমা বিনতে শহিদ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
এনটিভি : কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সমস্যার বিষয়ে এত জোর দেওয়া হয়েছে কেন?
সেলিনা ফাতেমা বিনতে শহিদ : আমাদের তিন ভাগের দুই ভাগই কর্মক্ষেত্রে অবস্থান করি। সুতরাং দেখা যায় যে যখন আমরা বাসায় ফিরি, তখন যদি কর্মক্ষেত্রে আমরা কোনোভাবে বিরক্ত থাকি, সে কারণে যদি আমাদের মনের মধ্যে কোনো বিষণ্ণতা বা অস্থিরতা থাকে, সেটা ব্যক্তির ওপরে যেমন প্রভাব ফেলে, পরিবারের ওপরও ফেলে। তখন দেখা যাচ্ছে, এটার ওপর প্রভাব পড়ছে। নারী হলে স্বামীর ওপর প্রভাব পড়ছে। পুরুষ হলে স্ত্রীর ওপর প্রভাব পড়ছে। পুরো পরিবারটার ওপরেই প্রভাব পড়ছে। কর্মক্ষেত্রে যেই মানসিক অসুস্থতা, সেটি পুরো পরিবারেই পড়ছে। সবকটা পরিবারেই যদি এমন অসুস্থ থাকে, তাহলে সমাজের চিত্রটা কী হচ্ছে? এভাবে কিন্তু রাষ্ট্রের ওপরও প্রভাব পড়ছে?
অধ্যাপক মো. আজিজুল ইসলাম : আমি একটু যোগ করি এর সঙ্গে। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে—সব জায়গায় কিন্তু কর্মক্ষেত্রে প্রভাব রয়েছে। দেশের উন্নয়ন কত হবে? এটি কিন্তু কর্মক্ষেত্রের ওপর নির্ভর করে। একটি কথা রয়েছে, হেলদি অ্যান্ড হ্যাপিয়ার মাইন্ড, কস হেলদি অ্যান্ড ইনক্রিস প্রোডাক্টিভিটি। মানে মনটা যদি ভালো থাকে, সুস্থ থাকে আপনি কর্মক্ষেত্রে অনেক কাজ করতে পারবেন। আপনি যদি মানসিকভাবে অসুস্থ থাকেন, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। শুধু মানসিকভাবে নয়, যেকোনো অসুস্থতাই না থাকলে ভালোভাবে কাজ করতে পারবেন। আমরা আজ গুরুত্ব দিচ্ছি মনের বিষয়টিতে। দেখা গেছে, পৃথিবীজুড়ে প্রায় ৩০০ মিলিয়ন লোক বিষণ্ণতায় ভুগছেন।
এনটিভি : বিষণ্ণতা বাড়ার জন্য কর্মক্ষেত্রের ভূমিকা রয়েছে?
সেলিনা ফাতেমা বিনতে শহিদ : যদি কর্মক্ষেত্র থেকে এর উৎপত্তি হয়, তাহলে অবশ্যই কর্মক্ষেত্রের ভূমিকা রয়েছে।