উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় যেসব সমস্যা হয়

গর্ভাবস্থা এমনিতেই ঝুঁকিপূর্ণ একটি বিষয়। তবে কিছু জটিল অবস্থা থাকলে একে হাইরিস্ক প্রেগনেন্সি বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলা হয়। বিষয়টি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৭৯তম পর্বে কথা বলেছেন ডা. নাজনীন আহমেদ। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল ও হাসপাতালে গাইনি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কী কী সমস্যা হয়?
উত্তর : একটি মা যে গর্ভবতী হলো, তার যদি কোনো রকম উচ্চ রক্তচাপ থাকে, তার যদি ডায়াবেটিস বৃদ্ধি পায়, তার পরিবারিক ইতিহাসে যদি ডায়াবেটিস থাকে, তার আগে হয়তো কোনো সিজারিয়ান সেকশন হয়েছিল বা তার কোনো কঠিন রোগ থাকে, মেডিকেল অন্য কোনো ডিজঅর্ডার থাকে, গর্ভাবস্থায় যদি কোনো জটিলতা থাকে, তাহলে তাদের উচ্চ ঝুঁকি বলে থাকি।
প্রশ্ন : সেক্ষেত্রে তাদের কীভাবে ব্যবস্থাপনা করেন?
উত্তর : তাদের ক্ষেত্রে ফলোআপের যে শিডিউল সেটা প্রায় প্রায়ই করি। যার যেরকম সমস্যা সেই অনুযায়ী আমাদের পাশাপাশি আরেকজন চিকিৎসক রাখি। উচ্চ রক্তচাপ হলে সেই অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নিই। আবার ডায়াবেটিস হলে একজন পুষ্টিবিদ, একজন অ্যান্ড্রোক্রাইনোলজিস্টকে বলি। সুস্থ একটি শিশু যেন জন্ম নিতে পারে সেই চেষ্টা করা হয়।