সিজোফ্রেনিয়া কী ?

সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। এই রোগে রোগীর চিন্তা-চেতনা, অনুভূতি, আবেগের ব্যত্যয় ঘটে। অনেক ধরনের ভ্রান্ত বিশ্বাস জন্ম নেয় যেগুলো ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে চিকিৎসা নিলে এই রোগ অনেকটাই ভালো করা সম্ভব।
সিজোফ্রেনিয়ার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৬তম পর্বে কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. আজিজুল ইসলাম। বর্তমানে তিনি আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজে মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সিজোফ্রেনিয়া একটি মানসিক রোগ। শুরুতেই একটু জানতে চাইব কী এই সিজোফ্রেনিয়া?
উত্তর : প্রথমেই আমি এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে মানসিক রোগের মতো, এ রকম একটি বিষয়কে পছন্দ করার জন্য। সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। আমরা বলি সাইকোটিক ইলনেস। এই রোগে রোগীর কোনো অন্তর্দৃষ্টি থাকে না, বাস্তবতাবোধ থাকে না। সিজোফ্রেনিয়া শব্দটিকে যদি আমরা ভাগ করি, অর্থ দাঁড়াবে স্লিপট মাইন্ড। মানে মনটা ভেঙে গেছে। আসলে সিজোফ্রেনিয়াতে চিন্তা-চেতনা, অনুভূতি, আবেগ এগুলোর ব্যত্যয় হয়। এটি বড় রকমের সাইকিয়াট্রিক ডিজঅর্ডার।