সিজোফ্রেনিয়ার চিকিৎসা সঠিক সময়ে না হলে জটিলতা কী?

সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসা সঠিক সময়ে না হলে মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। সিজোফ্রেনিয়ার জটিলতার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৬তম পর্বে কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. আজিজুল ইসলাম। বর্তমানে তিনি আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজে মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সঠিক সময়ে যদি চিকিৎসা করা না হয়, জটিলতা কী কী রয়েছে?
উত্তর : সিজোফ্রেনিয়া যেহেতু চিন্তা চেতনা এবং অনুভূতির জন্য সমস্যা,সুতরাং চিন্তা চেতনার ব্যত্যয় হবে। কোনো কাজ করতে পারবে না চিকিৎসা না করলে। এর চেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ১০ ভাগ সিজোফ্রেনিক রোগী আত্মহত্যা করতে পারে। তার মৃত্যুর ঝুঁকিও হতে পারে এবং এই জন্য এটি খুব জটিল একটি প্রক্রিয়া। এ ছাড়া যেহেতু সে নিজের যত্ন নিতে পারে না, তাই রক্তস্বল্পতা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
তবে চিকিৎসা করলে কিন্তু সে আবার সমাজে পুনর্বাসন করতে পারবে। এটি সম্ভব। তাই অবশ্যই চিকিৎসা করা জরুরি।