গর্ভাবস্থায় ডায়াবেটিসে চেকআপ কতদিন পরপর করবেন?

সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভাবস্থায় অ্যান্টিনেটাল চেকআপ নির্দিষ্ট সময় পরপর করা জরুরি। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৫তম পর্বে কথা বলেছেন ডা. রওশন আরা। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছেন।
প্রশ্ন : অ্যান্টিনেটাল চেকআপের বিষয়ে কি বাড়তি কোনো সতর্কতা থাকে? কতদিন পরপর ডাক্তারের কাছে আসা উচিত বলে আপনারা মনে করেন?
উত্তর : আসলে ডায়াবেটিস অবশ্যই একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী অন্তত চারটি চেকআপের কথা আমরা বলি। সেটা হলো সে ১৬ সপ্তাহের সময় একবার আসবে। ২৪ সপ্তাহের দিকে আরেকবার আসবে, ৩২ সপ্তাহের সময়ে আসবে এবং ৩৬ সপ্তাহে বা তার প্রসবের আগের মুহূর্তে আসবে। তবে যাদের ডায়াবেটিস থাকবে, তাদের ভিজিটটা একটু বারবার হবে। যখনই উনি কোনো বিষয়ে খারাপ বোধ করবেন বা বাচ্চার নড়াচড়া কম বোধ করবেন, ডায়াবেটিস ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেই ক্ষেত্রে তাদের আমাদের কাছে তাড়াতাড়ি আসতে হবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণের বিষয়গুলো তাদের আমরা বলে দিই। প্রতি সাক্ষাতেই আমরা তাদের এই বিষয়ে সচেতন করে দিই। যখনই একটি রোগীর ডায়াবেটিস নির্ণয় হয়, তিনি কীভাবে নিজেই নিজের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটাও আমরা শিখিয়ে দিই। যেমন ইনসুলিন নেওয়ার পদ্ধতি আমরা তাদের শিখিয়ে দিই। কীভাবে তিনি হোম মনিটরিং করতে পারবেন, সেটি আমরা শিখিয়ে দিই।
সাধারণত গর্ভাবস্থায় আমরা খালি পেটে এবং খাবার দুই ঘণ্টা পরে ডায়াবেটিস ছয়ের নিচে রাখাকে মনে করি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।