গর্ভাবস্থায় ঝুঁকির বিষয়গুলো কী?

গর্ভাবস্থায় কিছু ঝুঁকির বিষয় রয়েছে। এসব বিষয়ে সচেতন হলে মাতৃ ও সন্তান মৃত্যু অনেকটাই এড়ানো যায়।
গর্ভাবস্থায় ঝুঁকির বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২০তম পর্বে কথা বলেছেন ডা. নাহিদ সুলতানা। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের অবস ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোনো কোনো সমস্যার কারণে একজন মা এই ঝুঁকির মধ্যে পড়তে পারে?
উত্তর : আমরা যে বলি একজন মেয়েকে ১৮ বছর বয়সের আগে বিয়ে দেওয়া উচিত নয়, আসলে এর পেছনে অনেক কারণ রয়েছে। যেমন, ১৮ বছরের আগে যদি কেউ গর্ভবতী হয়, তাহলে এটি ঝুঁকিপূর্ণ। কারণ, তার নিজেরই তো বৃদ্ধি হলো না। তার আগেই আরেকটি বৃদ্ধি হচ্ছে তার মধ্যে। সেটা হলো একটি ঝুঁকিপূর্ণ বিষয়।
এরপর যদি অনেক বেশি বয়সে হয়, ৩৫ বছরের ওপরে যদি গর্ভবতী হয়, সেটিও সমস্যা। এরপর অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক এবরশন হয়েছে, যাদের দেখা যায় মৃত বাচ্চা হয়েছে, যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকে, এরপর যাদের রক্তচাপ বেশি হয় তাদের ক্ষেত্রে ঝুঁকি থাকে। অনেক সময় দেখা যায় প্রি একলামসিয়া হওয়ার ইতিহাস থাকে, যেটা খিচুনি, সেটি হয়। এরপর যদি তার কোনো বড় ধরনের অস্ত্রোপচার হয়, জরায়ুতে টিউমারের অস্ত্রোপচার হয়, এগুলো সবই ঝুঁকিপূর্ণ।
প্রশ্ন : আপনাদের কাছে আসলে কোনো কোনো সমস্যাগুলো আপনারা বেশি দেখে থাকেন?
উত্তর : আমরা দেখি যে উচ্চ রক্তচাপ বেশি হচ্ছে কি না। কারো কারো ক্ষেত্রে আগে থেকেই ব্লাড প্রেশার থাকে, তাদেরটা মোটামুটি নিয়ন্ত্রণেই থাকে। বেশি তাদের অসুবিধা হয় না। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হয়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় উচ্চ রক্তচাপের সঙ্গে সঙ্গে ইউরিনে অ্যালবুমিন যেতে থাকে। প্রি একলামসিয়া বলে একে।
প্রশ্ন : গর্ভাবস্থার ঠিক কোনো সময়ে এটি আসে?
উত্তর : এটি সাধারণত ২০ সপ্তাহের পরে হয়।
প্রশ্ন : কোনো লক্ষণ কি এতে প্রকাশ পায়?
উত্তর : হ্যাঁ। সে অসুস্থবোধ করে। এরপর তার মুখ ফুলে যায়। দেখা যায় মুখ ফুলে গেছে, পায়ে পানি এসেছে। তখন তারা কেউ কেউ আমাদের কাছে আসে। আর যদি ডায়াবেটিস থাকে গর্ভাবস্থায়, এটি দেখেও আমরা চিন্তিত হই। কোনো রোগী যদি খুব বেশি মোটা হয়ে যায়, তাহলেও অসুবিধা হয়। এগুলোও আমরা খেয়াল করি।