শুচিবায়ুগ্রস্ততার চিকিৎসায় কী করবেন?

শুচিবায়ুগ্রস্ততার চিকিৎসা দুভাবে করা হয়। ওষুধ দিয়ে এবং মাধ্যমে। শুচিবায়ুগ্রস্ততার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৪৬তম পর্বে কথা বলেছেন ডা. দেওয়ান আবদুর রহীম।
ডা. দেওয়ান আবদুর রহীম বর্তমানে বিআরবি হাসপাতালে মনোরোগ বিদ্যা বিভাগে জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কী ধরনের চিকিৎসা রয়েছে এর, কতদিন ধরে চলতে থাকে?
উত্তর : রোগীকে ওষুধ খাওয়াতে হবে। রোগী মনে করে, আমার কোনো রোগ নেই, আমি কেন চিকিৎসকের কাছে যাব? আমি কেন ওষুধ খাব? সুতরাং পরিবারের সদস্যদের দায়িত্ব নিতে হবে। দীর্ঘ মেয়াদে ওষুধ খেতে হয়। কোনো কোনো ক্ষেত্রে অন্তত নয় মাস, কোনো কোনো ক্ষেত্রে এক বছর, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি। তো ধীরে ধীরে এতে ডোজটা বাড়াতে হয়। এরপর ওই ব্যবস্থাপনায় অনেক দিন খেতে হয়, এরপর যখন লক্ষণ সম্পূর্ণ ভালো হয়, তখন কমিয়ে আনতে হয়। কথা বলার প্রয়োজন রয়েছে। তাকে একটু পরামর্শ দেওয়া।
প্রশ্ন : বিহেভিয়ার থেরাপির মধ্যে তার যে প্রতিদিনের কাজগুলো এগুলোতে কি তাকে ঠিকঠাক করা হয়?
উত্তর : করা হয়। তবে তারা বুঝে কম এটা। তারপরও বারবার করলে তারা বোঝে। তাকে পরামর্শ দিলে, ওষুধ খেলে ভালো হয়ে যায়।
প্রশ্ন : চিকিৎসা করা না হলে জটিলতা কী রয়েছে?
উত্তর : তার লেখাপড়া ক্ষতিগ্রস্ত হবে। কাজকর্ম কমে যাবে। তার কর্মক্ষমতা কমে যাবে। তার স্বাভাবিক জীবন যাত্রা থাকবে না।