বাংলাদেশ হেলথ জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্যবিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সংবাদকর্মীদের নিয়ে বাংলাদেশ হেলথ জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
দৈনিক সময়ের আলোর ওয়াশিকুর রহমানকে আহ্বায়ক ও দৈনিক আমাদের সময়ের অদ্বৈত মারুতকে সদস্য সচিব করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সম্প্রতি একটি রেস্টুরেন্টে এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন স্বাস্থ্য ডটটিভির ডা. আওরঙ্গজেব আরু ও এনটিভি অনলাইনের শাশ্বতী মাথিন।
কমিটির অন্য সদস্যরা হলেন— সমকালের জিয়া হাসান, দৈনিক যুগান্তরের ডা. ফাহিম আহমেদ রূপম ও হেলথটিভিবিডির মো. তৌহিদুল ইসলাম।
সভায় সদস্য সংগ্রহসহ সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।