আন্তর্জাতিক নার্স দিবস আজ

আজ সোমবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস। প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে। যাদের সেবা ছাড়া একজন রোগীর সুস্থ হয়ে ওঠা কঠিন, তিনি হলেন নার্স, সেবিকা। তাদের সম্মান জানিয়েই পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস।
চিকিৎসকদের পাশাপাশি রোগীকে সুস্থ করার জন্য নিরলস পরিশ্রম করেন নার্সরা। সঠিক সময়ে ওষুধ খাওয়ানো থেকে ইনজেকশন দেওয়া, রোগীর স্বাস্থ্যের দিকে নজর রাখা ইত্যাদি ছাড়াও আরও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নার্স। অস্ত্রোপচারর সময় চিকিৎসককে সহায়তা করার কাজও তারা করে থাকেন। নার্সদের এই গুরুত্ব সকলের সামনে তুলে ধরতেই পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস।কিন্তু কীভাবে শুরু এই দিনটির? কে রয়েছেন দিনটির নেপথ্যে?
১৯৫৩ সালে আন্তর্জাতিক নার্স কাউন্সিলে (আইসিএন) নার্সদের স্বীকৃতির জন্য একটি বার্ষিক দিবস পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটাই ছিল প্রথম প্রস্তাব। তবে এই প্রস্তাব শেষমেশ স্বীকৃতি পেয়েছিল ১৯৭৪ সালের ১২ মে। এই দিন ১২ মে তারিখটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে মনোনীত করা হয়। এই বছরের আন্তর্জাতিক নার্স দিবসের থিম হলো ‘আমাদের নার্সরা আমাদের ভবিষ্যৎ। নার্সদের যত্ন আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে।’
আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গলের জন্মদিনে। ফ্লোরেন্স নাইটিঙ্গল ক্রিমিয়ান যুদ্ধের সময় স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব এনেছিলেন। তার সেই অবদানকে স্মরণ করে তাঁর জন্মদিনে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস।
আমাদের দেশে এ বছরের নার্স দিবসে নার্সদের স্বাস্থ্য ও কল্যাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে, নার্সরা সুরক্ষিত থাকলে, তাদের স্বাস্থ্য ঠিক থাকলে অর্থনীতি শক্তিশালী হবে।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশন ৫ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে স্বাস্থ্য খাতে জনবল সমস্যা ব্যাখ্যা করার সময় নার্স–সংকটের কথা তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, বিভিন্ন হাসপাতালে নার্সসহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীর শূন্য পদে দ্রুত নিয়োগ দিতে হবে।