লেবুর ১০টি ভিন্ন ব্যবহার

খাওয়া থেকে শুরু করে সৌন্দর্যচর্চা—সব ক্ষেত্রেই বেশ কার্যকর লেবু। কিন্তু আপনি কি জানেন, দৈনন্দিন জীবনে লেবু কতটা প্রয়োজনীয়? আমাদের নিত্যদিনের কাজকর্মে লেবু অনেক কাজেই ব্যবহৃত হয়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় লেবুর কয়েকটি ভিন্ন ব্যবহারের কথা তুলে ধরা হয়েছে। চলুন, একনজরে দেখে নিন লেবু কোন কোন কাজে ব্যবহৃত হয়।
• আপনার ঘরে কি পোকামাকড় বেশি? এই যেমন ধরুন পিঁপড়া, মাছি, তেলাপোকা। দরজার কোণে, জানালার পাশে, রান্নাঘরে লেবুর রস ছিটিয়ে রাখবেন। এতে এ ধরনের পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে পারবেন।
• লেবুর রস ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করে। ফ্রিজে লেবুর রস মেখে সারা রাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন। এতে ফ্রিজের ভেতরের দুর্গন্ধ খুব সহজেই দূর হয়ে যাবে। সব সময় এক টুকরা লেবু কেটে ফ্রিজে রাখলে ভেতরে খুব একটা দুর্গন্ধ ছড়াবে না।
• আপনি যদি রান্নার পরও সাদা সবজির রং সাদাই রাখতে চান, তাহলে রান্নার আগে সবজির ওপর লেবুর রস ছিটিয়ে নিন। এতে রান্নার পরও সবজির রং সাদাই থাকবে।
• প্রেশারকুকার ও চায়ের পটের দাগ দূর করতে প্রথমে এতে পানি নিয়ে তাতে কয়েকটি লেবুর টুকরা দিয়ে পানিটি গরম করে নিন। এবার পানি ঠান্ডা হলে স্ক্রাবার দিয়ে ঘষে ভালোভাবে ধুয়ে ফেলুন। এতে অনেক দ্রুত এসব দাগ দূর হয়ে যাবে।
• লেবুর রস কাপড়ের কালির দাগও দূর করে। কাপড়ের দাগের ওপর লেবুর রস দিয়ে সারা রাত রেখে দিন। পরদিন সকালে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন, কাপড়ের কালির দাগ দূর হয়ে যাবে।
• প্রতিবার খাওয়ার আগে দুই টেবিল চামচ করে লেবুর রস খান। এতে হাঁপানির সমস্যা দূর হবে।
• পিতল ও তামার পাত্র ধোয়ার ক্ষেত্রে লেবু বেশ কার্যকর। প্রথমে এ ধরনের পাত্রে লেবুর টুকরা দিয়ে ভালোভাবে ঘষে নিন। এবার গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, পিতল ও তামার পাত্রগুলো নতুনের মতো ঝকঝক করবে।
• অনেক সময় ফ্রিজের মধ্যে লেটুস পাতা রেখে দিলে শুকিয়ে যায়। এ ক্ষেত্রে প্রথমে একটি বাটিতে লেবু মেশানো ঠান্ডা পানির মধ্যে লেটুস পাতা ভিজিয়ে এক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এবার ফ্রিজ থেকে বের করে ফেলুন। ব্যবহারের আগে লেটুস পাতা ভালোভাবে শুকিয়ে নিন। দেখবেন, লেটুস পাতা আগের মতো তাজা ও সতেজ থাকবে।
• ফল ও শাকসবজির পোকা দূর করতে লেবুর রস কার্যকর। এক টেবিল চামচ লেবুর রস মেশানো পানির মধ্যে ফল অথবা শাকসবজি ভিজিয়ে রাখুন। এর মধ্যে পোকা থাকলে মরে পানিতে ভেসে উঠবে।
• রান্নাঘরের চপিং বোর্ড ধোয়ার আগে এক টুকরা লেবু দিয়ে ভালো করে ঘষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চপিং বোর্ডের জীবাণু দূর হয়ে যাবে।