ছয় মাসে তৈরি হলো যে স্যান্ডউইচ

ফাস্টফুডের এই জমানায় ঝটপট তৈরি খাবারের মধ্যে স্যান্ডউইচ অন্যতম। একটি সাধারণ চিকেন স্যান্ডউইচ তৈরিতে কতক্ষণ সময় লাগে আর তৈরিতে কত খরচ পড়ে? অনেকেরই নিশ্চয়ই জানা আছে এর উত্তর। কিন্তু সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভিডিও পাল্টে দিয়েছে ‘ঝটপট খাবার’ স্যান্ডউইচের সব হিসাব।
এন্ডি জর্জ নামে যুক্তরাষ্ট্রের এক তরুণের ইউটিউব চ্যানেলের নাম ‘হাউ টু মেইক এভ্রিথিং’। গত ১৫ সেপ্টেম্বর ওই চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে তিনি দেখিয়েছেন একটি স্যান্ডউইচ বানাতে তার সময় লেগেছে ছয় মাস আর খরচ হয়েছে এক লাখ ষোল হাজার টাকা (১৫০০ ডলার)। এর আগে এই স্যান্ডউইচ তৈরি নিয়ে আরো ১৪টি ভিডিও পোস্ট করেছিলেন এন্ডি।
ভিডিওটিতে এন্ডি এই স্যান্ডউইচটি বানানোর জন্য সবজি ও গম উৎপাদন করেছেন, গরুর দুধ থেকে বানিয়েছেন পনির, জঙ্গলে ঘুরে সংগ্রহ করেছেন মধু। এর ফাঁকে স্যান্ডউইচটির জন্য লবণ সংগ্রহ করতে তাঁকে যেতে হয়েছে প্রশান্ত মহাসাগরীয় এলাকায়।
ইউটিউবে পোস্ট করার পর স্যান্ডউইচ তৈরির ভিডিওটি সাড়া ফেলেছে বেশ। পোস্ট করার পর তিন দিনেই ১২ লাখের বেশি মানুষ দেখেছে ভিডিওটি।