কিপিং নিয়ে মুশফিকেই আস্থা রাখছেন তামিম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/05/21/10tay-utbe.jpg)
কিপিং নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় মুশফিকুর রহিমকে। পড়ার কারণও আছে যথেষ্ট। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেটের পেছনে থেকে অনেকবার ভুল করেছেন তিনি। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষেও মুশফিকের ভুলের মাশুল দিতে হয় বাংলাদেশকে।
এরপরও মুশফিকের উপর আস্থা রাখছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকের কিপিং নিয়ে দলের সবাই খুব খুশি বলেই জানালেন অধিনায়ক।
একদিন বাদেই মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজেও কিপিংয়ে দেখা যাবে মুশফিককেই। মূল লড়াইয়ের একদিন আগে তামিম জানিয়ে দিলেন, শুধু দল নয় কিপিংয়ে টিম ম্যানেজমেন্টও ভরসা করেন মুশফিককে।
বাংলাদেশের পরিসংখ্যানে অবশ্য সফলতম কিপার মুশফিক। তবে নানা সময়ে করা ভুলে কথা হয় তাঁকে নিয়ে। মুশফিকের কিপিং নিয়ে আজ শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি ওর উইকেটকিপিং নিয়ে খুবই খুশি। ক্যাচ মিস বা সুযোগ হাতছাড়া করা, এগুলো খেলার অংশ। সত্যি কথা বলতে, আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে। আমার কোনো অভিযোগ নেই।’
অধিনায়ক আরো বলেন, ‘আমাদের টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক, কারও একটা মিনিটের জন্যও সংশয় নেই যে সে প্রথম ওয়ানডেতে কিপিং করবে। সে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করবে। শুধু প্রথমটায় নয়, পুরো সিরিজেই করবে। আমি নিশ্চিত, সে ভালো করবে। ক্যাচ মিসের কথা বলছেন, কিন্তু বছরের পর বছর ধরে অসাধারণ কাজও সে করেছে। ১৩-১৪ বছর ধরে জাতীয় দলে খেলা একজন কিপার ক্যাচ ফেলতে পারে। আবার এই সময়ে সে কিছু অবিশ্বাস্য ক্যাচও ধরেছে। মুশফিকের ওপর আমার পূর্ণ আস্থা ও সমর্থন আছে।’
লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।