ডিএসইতে সাড়ে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রায় ২০ বছর পর দেশের পুঁজিবাজার লেনদেন হলো আজ শনিবার (১৭ মে)। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ২৬২ কোটি টাকা। ডিএসইর এই লেনদেন গত ৯ মাস ১৩ দিনের মধ্যে সর্বনিম্ন। তবে ডিএসইতে সব ধরনের সূচক উত্থান হয়েছে আজ। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯ পয়েন্ট।
এদিন লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে তিন হাজার ৫০৬ কোটি টাকা।
দেশে একসময় সাপ্তাহিক সরকারি ছুটি একদিন (শুক্রবার) ছিল। ১৯৯৭ সালে প্রথম সাপ্তাহিক সরকারি ছুটি দুদিন (শুক্রবার ও শনিবার) নির্ধারণ করা হয়। ২০০১ সালে সাপ্তাহিক ছুটি দুদিন বাতিল করে ফের একদিন (শুক্রবার) করা হয়েছিল। এর চার বছর পর ২০০৫ সালের সেপ্টেম্বর ফের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার করা হয়। এরপর থেকে পুঁজিবাজারের লেনদেন শুক্রবার ও শনিবার বন্ধ থাকে। তবে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সরকার দীর্ঘ ছুটি দেওয়ার পাশাপাশি দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়। তার আলোকে আজ শনিবার সরকারি সব অফিস খোলা থাকার পাশাপাশি পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ২৬২ কোটি ৮৬ লাখ টাকার। আজকের এই লেনদেন গত ৯ মাস ১৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৪ আগস্ট লেনদেন হয়েছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৩ হাজার ৯৯১ কোটি ৭০ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৪৯ হাজার ৪৮৪ কোটি ৯১ লাখ টাকা।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। এদিন বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে প্রধান সূচক পতনে আসে। লেনদেন শুরুর প্রথম ৪৬ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ২০ পয়েন্ট। পরে ফের শেয়ার কেনার চাপ বাড়ে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৩৯ দশমিক ৪৪ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৮২০ দশমিক ৪৬ পয়েন্টে। একইসঙ্গে উত্থান হয়েছে ডিএসইর সূচক ডিএসইএস ও ডিএস৩০। আজ ডিএসইএস সূচক ১৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫২ দশমিক ৭৮ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১৮ দশমিক শূন্য আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৮ দশমিক ৩০ পয়েন্টে।
আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭৭টির বা ৬৯ দশমিক ৯৫ শতাংশ ও কমেছে ৭৯টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪০টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১১ কোটি ৬৩ লাখ টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ৬৭ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ৯ কোটি ৫৫ লাখ টাকা এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের আট কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৬৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।