দুই পরিবর্তন নিয়ে লড়াইয়ে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে ভরাডুবির পর বাংলাদেশের একাদশে পরিবর্তন আসাটা অনেকটাই অনুমিত ছিল। আজ রোববার সেটাই হয়েছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে আজ দ্বিতীয় ম্যাচে জিততেই হবে লাল-সবুজদের। সেই জন্য নিজেদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে নুরুল হাসান সোহানের দল।
আজকের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও পেসার তাসকিন আহমেদ। তাঁদের বদলে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ।
২০২০ সালের মার্চে এই জিম্বাবুয়ের বিপক্ষেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ডানহাতি পেসার হাসান মাহমুদের। তবে এরপর আর এই ফরম্যাটে খেলা হয়নি তাঁর। দীর্ঘ ২৭ মাস পর ফের জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ একাদশে সুযোগ পেলেন হাসান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ : রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলে মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা ও তানাকা চিভাঙ্গা।