বোলারদের উন্নতির আহ্বান সোহানের

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান বলেছেন, শেষ চার থেকে পাঁচ ওভারে আরও ভালো বল করতে হবে। কারণ গতকাল শনিবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে এর জন্য পুরো দলকে মূল্য দিতে হয়েছে।
সিকান্দার রাজা এবং ওয়েসলি মাধভেরের দুটি অবিশ্বাস্য অর্ধশতকের ওপর ভর করে স্বাগতিকরা ১৭ রানে বাংলাদেশকে পরাজিত করে। জিম্বাবুয়ে শেষ পাঁচ ওভারে ৭৭ রান করে, স্কোরকে ২০৫ রানে নিয়ে যায়। সফরকারী বাংলাদেশ ১৮৮ রানে থেমে যায়।
রাজা পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে অপরাজিত ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এর মধ্যে চারটি ছক্কা এবং সাতটি চারের মার রয়েছে। আর মাধভেরে ৪৬ বলে ৬৭ রান করেন।
এ ব্যাপারে সোহান বলেন, ‘এটা ভালো ম্যাচ ছিল। আমি মনে করি শেষ পাঁচ থেকে ছয় ওভারে ভালো বল করতে পারিনি। তারা সত্যিই ভালো ব্যাট করেছে। আজ শেষ পাঁচ থেকে ছয় ওভারের বোলিংয়ে উন্নতি করতে হবে। তবে আমি কোনো অজুহাত দেখাতে চাই না। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং সবই আমাদের বিষয় এবং আমাদের উন্নতি করতে হবে। প্রত্যেকে তাদের সেরা চেষ্টা করেছিল।’
হারারেতে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেন নুরুল হাসান সোহান, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে সোহান ছিলেন বেশ উজ্জ্বল। তিনি ২৬ বলে হার না মানা ৪২ রান করেন।
আর লিটন ১৯ বলে ৩২ এবং শান্ত ২৫ বলে ৩৭ রান করেও দলের হার এড়াতে পারেননি। এনামুল হক বিজয় ২৭ বলে ২৬ রান করেন।
তবে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সিরিজে ফিরতে হলে এই ম্যাচে জিততেই হবে। তাই লাল-সবুজের দলের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন।
এদিকে একই ভেন্যুতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে ২ আগস্ট।
টি-টোয়েন্টি সিরিজের পর ৫ আগস্ট থেকে দুদল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মুখোমুখি হবে। শেষ দুটি ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।