মাশরাফীর করোনামুক্তি চেয়ে নড়াইলে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলার স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল। সাধারণ সম্পাদক এস এম পলাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন।
এ সময় আরো বক্তব্য দেন নড়াইল পৌর আওয়ামী লীগের সহসভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা পরিষদের সদস্য সামিউল আলম সজিব, জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম মুকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ নূরুজ্জামান নান্নু, সদস্য সচিব শেখ রিয়াজ মাহমুদ মিশাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফ এমদাদুল হক আপ্পি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ।
আলোচনা সভা শেষে মাশরাফী বিন মোর্ত্তজা এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর রোগমুক্তির কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে জেলা, সদর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন।