সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের শুরুটা হয়েছে চরম হতাশা দিয়ে। খরুচে বোলিংয়ের কারণে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ। ২৪ ঘণ্টার ব্যবধানে আজ রোববার ফের স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিংয়ে নুরুল হাসান সোহানের দল।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে গতকাল জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই সোহান-মুস্তাফিজদের।
প্রথম ম্যাচে বাংলাদেশকে ডুবিয়েছে বোলিং বিভাগ। বল হাতে দেদারসে রান বিলিয়েছেন মুস্তাফিজ-নাসুমরা। শুরুটা কিছুটা বাংলাদেশের পক্ষে থাকলেও ম্যাচের বাকি অংশ দাপট দেখায় জিম্বাবুয়ে। ফলে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়তে পারে ক্রেইগ আরভীনের দল।
যদিও প্রথম ম্যাচে হারার পরও সিরিজ বাঁচাতে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক সোহান। কাল ম্যাচ হারার পরও শক্তভাবে ফেরার বার্তা দিয়েছিলেন সদ্য বাংলাদেশের নেতৃত্বের ভার পাওয়া সোহান।
প্রথম ম্যাচের পর সোহান বলেছিলেন, ‘আমাদেরকে সামনের ম্যাচে শেষ দিকে কয়েকটি ওভার ভালো বোলিং করতে হবে। আমি মনে করি ১৫-২০ রান যদি কম হতো তাহলে ম্যাচে আমাদের পক্ষে ইতিবাচক ফল হতো। তারপরও মনে হয়েছিল আমরা রান তাড়া করতে পারব। উইকেট ভালো ছিল। আশা করছি দ্বিতীয় টি-টোয়েন্টিতে শক্তভাবে ঘুরে দাঁড়াব।’
অধিনায়কের কথা এবার মাঠে বাকিরা ফলাতে পারেন কি না সেটাই দেখার অপেক্ষা। যদিও প্রতিপক্ষ হিসেবে বরাবরই বাংলাদেশের প্রিয় জিম্বাবুয়ে। তবে এবার নিজেদের মাঠে হোম কন্ডিশন কাজে লাগিয়ে ভালোভাবেই সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ে। এবার দ্বিতীয় ম্যাচেও জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে চাইবে স্বাগতিকরা।