সোহাগের নিষেধাজ্ঞা বাড়ল, ফেঁসে গেলেন সালাম মুর্শেদীও
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/24/image-24610-1716472785.jpg)
আর্থিক দুর্নীতির দায়ে নিষিদ্ধ থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আবারও পেলেন নিষেধাজ্ঞার খবর। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের পর শাস্তির মেয়াদ বেড়েছে আরও। সাবেক এই ফুটবল কর্মকর্তাকে নতুন করে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এ ছাড়া সাধারণ সম্পাদকের পর এবার ফেঁসে গেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও অর্থ কমিটির প্রধান সালাম মুর্শেদী। তাকে জরিমানা করা হয়েছে প্রায় ১৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৩ মে) খবরটি জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তাদের দেওয়া বিবৃতি অনুসারে, নতুন করে ফিফার এথিকস কমিটি তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে সোহাগকে। এর আগে তার নিষেধাজ্ঞা ছিল দুই বছরের। কিন্তু তদন্তে অপরাধ আরও অধিকতর পাওয়ায় শাস্তির পরিমান বেড়েছে। সেই সঙ্গে বাফুফের সাবেক এই কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে প্রায় ২৬ লাখ টাকা।
এ ছাড়া চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু হোসেন ও ম্যানেজার (অপরারেশন্স) মিজানুর রহমানকেও নিষিদ্ধ করেছে ফিফা।
মূলত আর্থিক বিষয়ে অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ফিফার ফান্ডের অপব্যবহার করার অভিযোগ আনা হয়। ২০২৩ সালে ফিফা জানায়, বাফুফেকে দেওয়া ফিফার ফান্ডের খরচের হিসাব দিতে ভুয়া কাগজপত্র দিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া তদন্ত ও শুনানিতেও গড়মিল ছিল। অভিযোগ প্রমাণ হওয়ায় তখনই দুই বছরের শাস্তি ও ১৩ লাখ টাকা জরিমানা করা হয় তাকে। যা এখন আরও বাড়ল।
অন্যদিকে সালাম মুর্শেদীকে নৈতিকতা নীতিমালার ধারা ১৪-এর আওতায় জরিমানা করেছে ফিফার স্বাধীন নৈতিকতাবিষয়ক কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার। তারা মনে করছেন, অর্থ কমেটির চেয়ারম্যান হওয়ার কারণে এই আর্থিক গড়মিলের ক্যালেঙ্কারির দায় সালাম মুর্শেদীর ওপর বর্তায়। তার ভিত্তিতেই নতুন করে এলো জরিমানার খবর।