ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টস হেরে আগে ব্যাটিং পাওয়ার পর রংপুর অধিনায়ক বলেছিলেন— ‘আগে ব্যাটিং বা বোলিং মনে হয় না খুব একটা ম্যাটার করে। আমরা ভালো খেলায় মনোযোগ দিতে চাই। মাঠের খেলায় যারা ভালো করবে, তাদেরই সুযোগ থাকবে।’ ব্যাট হাতে অন্তত অধিনায়ক নুরুল হাসান সোহানের কথাকে ঠিক প্রমাণ করেছেন রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। নবাগত ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আজ সোমবার (৩০ ডিসেম্বর) আগে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯১ রান তোলে রংপুর।
উদ্বোধনী জুটিতে ঝড়ের আভাস দেন রংপুরের দুই ওপেনার অ্যালেক্স হেলস ও স্টিভেন টেইলর। সাত বলে ১৪ রান করে অবশ্য বিদায় নেন টেইলর। তাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন মুস্তাফিজুর রহমান। পাঁচ রান করা হেলসকে বোল্ড করেন আলাউদ্দিন বাবু। ওয়ানডাউনে নাম সাইফ হাসান ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলে দলের প্রাথমিক ধাক্কা সামাল দেন।
ধাক্কা কাটিয়ে হাত খুলে খেলতে থাকেন রংপুরের ব্যাটাররা। ইফতিখার আহমেদের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৯ রান। সাইফ ও ইফতিখারকে ফেরান বাবু। তবে রংপুরের রান ১৯০ পার হয় শেষ দিকে খুশদিল শাহ ও অদিনায়ক সোহানের ব্যাটে। ২৩ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন খুশদিল। ১১ বলে ছয় চারে সোহান করেন ২৫ রান। মুকিদুল ইসলামের শিকারে পরিণত না হলে তার ইনিংস আরও বড় হতে পারত।
ঢাকার পক্ষে বাবু শিকার করেন তিন উইকেট। মুকিদুল পান দুটি ও মুস্তাফিজ একটি।